National

এবার চামড়ার জুতো পরে বেড়াতে যাবে ৫২ বছরের গান্ধীমতী

হাতির পায়ে চামড়ার জুতো! একটু অবাক হওয়ার মত মনে হতেই পারে। তবে এটাই হয়েছে। মন্দিরের বিশেষ হাতির জন্য হয়েছে বিশেষ ব্যবস্থা।

প্রতিদিনই বিকেলে বেড়াতে বেড়ায় গান্ধীমতী। মন্দির চত্বর ধরেই তার ঘোরাঘুরি। বেড়ানোর সময় যে পথ ধরে সে হাঁটে সেখানে পাথরের টুকরো বা কোনও ধারাল পদার্থ পড়ে থাকতেই পারে। তা যদি তার পায়ের তলায় পড়ে তাহলে তা গেঁথে যেতে পারে। এটা কখনওই হতে দিতে পারেননা তামিলনাড়ুর তিরুনেলভেলি এলাকার বিখ্যাত নেল্লাইয়াপ্পার মন্দিরের ভক্তরা।

বিষয়টি নিয়ে ভেবেছেন স্থানীয় ব্যবসায়ীরাও। ভক্ত এবং ব্যবসায়ীরা মিলেই এবার তাই মন্দিরের হাতি গান্ধীমতীর জন্য বিশেষ জুতোর ব্যবস্থা করেছেন। জুতো পায়ে থাকলে আর পায়ে কিছু ফুটে যাওয়ার ভয়টা থাকবেনা।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

সকলে মিলে ১২ হাজার টাকার চামড়ার তৈরি বিশেষ জুতো তৈরি করে দিয়েছেন। সেই জুতো পরে এখন দিব্যি মন্দির চত্বরে বেড়িয়ে বেড়ায় গান্ধীমতী।

তার পায়ের মাপ নিয়ে বিশেষভাবে এই জুতো তৈরি করা হয়েছে। যাতে তার হাঁটতে কোনও সমস্যা না হয়। এখন গান্ধীমতীর হাঁটা দেখতে ভক্তরা ভিড় জমান।

গান্ধীমতীর পায়ে জুতো ছাড়াও গলায় থাকে রূপোর চেন। এছাড়া থাকে রত্নালঙ্কার। নেল্লাইয়াপ্পার মন্দিরের গান্ধীমতীকে ছোটদের মত করে আদরে রাখা হয়। তার সেভাবে যত্ন নেওয়া হয়।

যে জুতো গান্ধীমতীকে পরানো হয়েছে তা কিন্তু ইচ্ছে হল আর তৈরি করে দেওয়া হল এমনভাবে তৈরি হয়নি। চিকিৎসকদের পরামর্শ নেওয়া হয় ওই জুতো তৈরি করতে।

গান্ধীমতীর দেহের ওজনের সঙ্গে সামঞ্জস্য রেখে যাতে তার পায়ে কোনও অসুবিধা না হয় সেসব দিক দেখে তবেই তৈরি করা হয়েছে ওই বিশেষ জুতো।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *