National

ভূত দেখার মত অবস্থা, মৃত বৃদ্ধা সশরীরে হাজির হলেন আদালতে

ভূত দেখার মতই চমকে উঠেছিলেন সকলে। এ কি দেখছেন! যাঁকে দেখা যাচ্ছে আদালতে তাঁর তো মৃত্যু হয়েছে! তাহলে কে ইনি!

বয়স ৮০ বছর। খোদ সিবিআই তাঁকে মৃত বলে ঘোষণা করেছিল। সেই বৃদ্ধা সশরীরেই হাজির হলেন আদালত কক্ষে। অবশ্যই চমকে দেওয়ার মত ঘটনা।

আদালতে যাঁরা উপস্থিত ছিলেন তাঁদের অনেকেই তাঁকে দেখে বাকরুদ্ধ হয়ে যান। ভূত দেখছেন নাকি! এমনও মনে হয় অনেকের। কিন্তু তারপরই বৃদ্ধা মুখ খোলেন।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

এই ৮০ বছরের বৃদ্ধা বাদামি দেবী একটি খুনের ঘটনার অন্যতম সাক্ষী। সাংবাদিক রাজদেও রঞ্জনকে হত্যা করা হয় বিহারের সিওয়ান শহরে।

২০১৬ সালে হওয়া এই খুনের অন্যতম সাক্ষী বাদামি দেবী। বৃদ্ধা আদালতে বিচারকদের জানান, গত ২৪ মে তিনি মৃত বলে একটি রিপোর্ট আদালতে পেশ করে সিবিআই। যা শুনে তিনি বিস্মিত হয়ে যান।

বিহারের মুজফ্ফরপুরে এমপি-এমএলএ আদালতে বৃদ্ধা জানান, তিনি যে মারা যাননি বেঁচে আছেন, তা জানাতেই তিনি সশরীরে আদালতে হাজির হলেন।

তিনিই যে বাদামি দেবী তার প্রমাণও বৃদ্ধা সঙ্গে এনেছিলেন। ভোটার কার্ড, প্যান কার্ড ও আধার কার্ড সঙ্গে করে তিনি হাজির হয়েছিলেন আদালতে।

সব খতিয়ে দেখার পর সিবিআইয়ের কাছে এর জবাবদিহি চেয়েছে আদালত। কিসের ভিত্তিতে তারা বাদামি দেবীর মৃত্যু হয়েছে বলে রিপোর্ট পেশ করেছে তাও জানতে চেয়েছে আদালত।

কার্যতই এই ঘটনার পর সিবিআই কিছুটা অস্বস্তিতে। প্রসঙ্গত ওই বৃদ্ধার বাড়ি দখলের চেষ্টার বিরুদ্ধে একের পর এক লেখা ছাপছিলেন রাজদেও রঞ্জন। রাজদেওর হত্যার পর ৮ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল। যার মধ্যে প্রয়াত সাংসদ মহম্মদ সাহাবুদ্দিনেরও নাম ছিল।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *