National

জন্ম নিল বাঘদের সুখশান্তিতে জীবন কাটানোর নতুন ঠিকানা

সব প্রাণিই চায় সুখশান্তিতে জীবন কাটাতে। কিন্তু তা সকলের ভাগ্যে জোটে না। এবার বাঘদের জন্য এমন এক নতুন ঠিকানা সংযুক্ত হল।

একটা সময় জুড়ে শিকারিদের বন্দুকের নিশানা হত বাঘরা। তা নিয়ন্ত্রণ করার জন্য সরকার এক সময় বাঘ সংরক্ষণের প্রয়াস শুরু করে। যার অঙ্গ হয় বাঘদের জন্য অভয়ারণ্য।

ভারতে এমন ৫১টি অভয়ারণ্য ছিল। সোমবার থেকে সেই তালিকায় যুক্ত হল আরও একটি অভয়ারণ্য। বাঘদের জন্য সংরক্ষিত অভয়ারণ্যে বাঘরা নিশ্চিন্তে বসবাস করে। সেখানে তারা সংখ্যায় বৃদ্ধি পায়।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

তাদের সুরক্ষার জন্য থাকেন ফরেস্ট গার্ডেরা। ফলে চোরাশিকারিদের পক্ষে সেখানে গিয়ে বাঘদের নিশানা করা সম্ভব হয়না। এমনই আরও একটি ব্যাঘ্র অভয়ারণ্য ভারতের মানচিত্রে যুক্ত হল।

রাজস্থানের রামগড় বিষধারী অভয়ারণ্য সোমবার থেকে বাঘ সংরক্ষণ অভয়ারণ্যের তকমা পেল। কেন্দ্রীয় বনমন্ত্রী ভূপেন্দ্র যাদব একথা ট্যুইট করে জানিয়েছেন।

বাঘের বিভিন্ন অভয়ারণ্য কিন্তু পর্যটনস্থলও। পর্যটকরা সেখানে ঘুরতে যান। অনেকে বাঘ দেখতেও পান। সেই তালিকায় জায়গা করে নিল রাজস্থানের রামগড় বিষধারী অভয়ারণ্য।

রণথম্ভোর ব্যাঘ্র সংরক্ষণ অভয়ারণ্য এবং মুকুন্দ্র হিলস ব্যাঘ্র সংরক্ষণ অভয়ারণ্যের মাঝে অবস্থান করবে এই নয়া অভয়ারণ্য। এই অভয়ারণ্য তৈরি হওয়ার পর এখন রাজস্থানে ৪টি ব্যাঘ্র অভয়ারণ্য তৈরি হল।

রণথম্ভোর, সারিস্কা এবং মুকুন্দ্র-এর পর এবার যুক্ত হল রামগড় বিষধারী অভয়ারণ্য। এই নতুন অভয়ারণ্য পর্যটনেও গতি আনবে বলে মনে করা হচ্ছে। এই অভয়ারণ্য তৈরির ফলে আরও কর্মসংস্থান হবে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় বনমন্ত্রী ভূপেন্দ্র যাদব। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *