National

মাটি খুঁড়ে মিলল হরপ্পা সভ্যতার সবচেয়ে সাজানো শহর

এও এক আশ্চর্য। হরপ্পা সভ্যতার সময় শহর যে কতটা সাজানো ছিল তার নিদর্শন দেশেই মিলল। মাটি খুঁড়তেই বেরিয়ে এল পরিকল্পনা করা শহর।

ভারতেই যে মাটি খুঁড়ে এমন এক সাজানো শহর পাওয়া যাবে তা বোধহয় ভাবতে পারেননি প্রত্নতাত্ত্বিকরা। এটা ঠিক যে আগেই জানা গিয়েছিল যে হরপ্পা সভ্যতার কিছু নিদর্শন হরিয়ানার রাখিগড়ি এলাকায় রয়েছে। কিন্তু এভাবে যে একটা সাজানো শহর পাওয়া যাবে তা ভাবা যায়নি।

কিন্তু সেই রাখিগড়ি এলাকায় খনন চালিয়ে এখন যে শহর মাটির তলা থেকে বেরিয়ে আসছে তা হরপ্পা সভ্যতার এক চমৎকার ছাড়া আর কিছুই নয়।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

৭ হাজার বছর আগেও এমন এক সভ্যতা ছিল যেখানে তারা একটা শহরকে এখনকার আধুনিক শহরের সঙ্গে পাল্লা দেওয়ার মত করে তৈরি করেছিল তা না দেখলে বিশ্বাস করা যায়না।

যে শহরটি মাটির তলা থেকে বেরিয়ে এসেছে সেখানে সুন্দর করে রয়েছে রাস্তা। অধিকাংশ বাড়ি পাকা দেওয়ালের দোতলা বাড়ি। শহরের নিকাশি নালা সুন্দর করে তৈরি করা।

রাস্তায় যেতে যেতে যদি কিছু আবর্জনা ফেলার হয় সেজন্য পথচারীদের জন্য রাখা থাকত আবর্জনা ফেলার পাত্র বা ডাস্টবিন। রাস্তার অনেক মোড়ে এই ডাস্টবিনের অস্তিত্ব পাওয়া গেছে।

হরপ্পা সভ্যতার এই নিদর্শন অনেক গবেষককেও হতবাক করে দিয়েছে। একটা শহরকে যে এতটাও পরিকল্পনা করে সে সময় তৈরি করা হয়েছিল তা যতই দেখছেন ততই অবাক হচ্ছেন তাঁরা।

হরপ্পা সভ্যতার প্রধান শহর ছিল এই রাখিগড়িতে পাওয়া শহরটি। ৫০০ হেক্টর জুড়ে একটি ক্লাস্টার টাউনশিপ তৈরি হয়েছিল এখানে। তাও ৭ হাজার বছর আগে।

এছাড়া এখানে একটি গয়না তৈরির কারখানা পাওয়া গিয়েছে। এটা দেখে গবেষকেরা নিশ্চিত যে সে সময় গয়নাও ছিল হরপ্পা সভ্যতার বাণিজ্যের অন্যতম উপাদান। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *