National

একটি লক্ষ্যকে সামনে রেখে ৩০ হাজার কিলোমিটার সাইকেল চালালেন রাজপুরোহিত

লক্ষ্য একটাই। আর সেই লক্ষ্যকে পাখির চোখ করে তিনি সাইকেলের প্যাডেলে পা রাখেন। তারপর পাড়ি দেন রাজ্যে রাজ্যে। অবশেষে শেষ হল তাঁর সাইকেলের ছুট।

২০১৯ সালের ২৭ জানুয়ারি। কাশ্মীর থেকে এক যুবক সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন। একটি বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখেই শুরু করেন সাইকেল নিয়ে যাত্রা।

প্যাডেল ঘুরতে থাকে। আর তার সঙ্গেই পার হতে থাকে শহর থেকে গ্রাম। নিত্যদিন নতুন মানুষের সঙ্গে দেখা। নতুন জায়গার সঙ্গে পরিচয়।

সাইকেল যত এগোয় ততই বদলে যেতে থাকে চারপাশ। কখনও পাহাড়, তো কখনও রুক্ষ প্রান্তর, কখনও বা সমুদ্রের ধার। এভাবেই রাজস্থানের ছেলে নরপত সিং রাজপুরোহিত তাঁর লক্ষ্যে অবিচল থেকে প্যাডেল ঘোরাতে থাকেন।

নরপত একজন পরিবেশ কর্মী। গাছ লাগানোর প্রয়োজন, সবুজায়নের প্রয়োজন সম্বন্ধে দেশের মানুষকে অবগত করতেই তিনি পাড়ি দেন রাজ্য থেকে রাজ্যে। সঙ্গী একটি সাইকেল।

যেখানেই গেছেন সেখানেই গাছের চারা পুঁতেছেন। সেখানকার মানুষজনকে বুঝিয়েছেন কেন বৃক্ষরোপণ দরকারি। ভারতের ২৬টি রাজ্যের ৪৬৭টি জেলায় পৌঁছেছেন রাজপুরোহিত। সব মিলিয়ে ৯৪ হাজার ১০০টি গাছের চারা পুঁতেছেন। তারপর ২০ এপ্রিল জয়পুরের অমর জওয়ান জ্যোতিতে শেষ করেছেন তাঁর এই যাত্রা।

১ হাজার ১৭৯ দিনের যাত্রাপথে সাকুল্যে ৩০ হাজার ১২০ কিলোমিটার সাইকেল চালিয়েছেন তিনি। এই যাত্রাপথে অনেক সময় খাবার পর্যন্ত জোটেনি ঠিকমত। কিন্তু তাঁর সাইকেল থামেনি। অবশেষে তিনি গড়েছেন বিশ্বরেকর্ডও।

রাজপুরোহিত নিজের বোন মীনার বিয়েতে ১৫১ জন অতিথির হাতে তুলে দিয়েছেন গাছের চারা। এছাড়া পশু পাখিরা যাতে গ্রীষ্মের দিনগুলোয় জল পায় সে জন্য জলের ট্যাঙ্কার এনে জলের ব্যবস্থা করেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button