National

কলার সুতোয় রোজগারের পথ খুললেন বৈশালী, কৌশল শেখালেন অন্যদেরও

কলা গাছের কাণ্ড থেকে কেটে ফেলা হয়। তারপর তা অবহেলায় পড়ে নষ্ট হয়। তা থেকেই এবার পোশাক বানিয়ে তা বিদেশের বাজারে বিক্রি করছেন এক যুবতী।

কথায় বলে কলা গাছের কিছুই নাকি ফেলা যায়না। কলার কাণ্ড থেকে পুজোর ভেলাও তৈরি করা হয়। কলা গাছের কাণ্ড কিন্তু কেটে ফেলার পর অনেক সময় অবহেলায় পড়ে নষ্টও হয়। এবার সেই কলার ফেলে দেওয়া কাণ্ড বা থোড়ের অংশ থেকে সুতো বার করে তাক লাগিয়ে দিলেন বৈশালী নামে এক যুবতী।

সেই কলার সুতো দিয়ে তিনি তৈরি করে ফেলেন পোশাক। অন্য জামাকাপড়ের মতই সুন্দর। আবার নরমও। কলার ফেলে দেওয়া অংশ থেকে এভাবে সুতো বার করে তা থেকে পোশাক তৈরির পর তা মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বিক্রিও করছেন বিহারের বৈশালী জেলার বাসিন্দা ৩৪ বছরের বৈশালী প্রিয়া। বিদেশের বাজারে তো বটেই, দেশিয় বাজারেও তাঁর এই কলা সুতোর পোশাকের দারুণ চাহিদা।

এখন বৈশালী অন্য মহিলাদেরও শেখাচ্ছেন এই কৌশল। যা থেকে তাঁরা রোজগারের পথ খুঁজে পেতে পারেন। ব্যবসা দাঁড় করাতে পারেন।

আত্মনির্ভর ভারতের লক্ষ্যে বৈশালী ছুটতে চান। শুধু পোশাকই নয়, বৈশালী এই কলা সুতো দিয়ে তৈরি করছেন যোগা ম্যাট, ঝুড়ি এবং আরও সাজানোর জিনিসপত্র।

বৈশালী ফ্যাশন ডিজাইনিং পাশ করার পর একটি সংস্থায় কাজ শুরু করেন। সেখানেই তিনি শেখেন কলার ফেলে দেওয়া কাণ্ড থেকে সুতো বার করে তা দিয়ে পোশাক তৈরির উপায়। পরে এই কৌশলকে তিনি আরও দক্ষতায় ভরিয়ে দেন। পরে ওই সংস্থার কাজ ছেড়ে নিজে পোশাক তৈরি শুরু করেন কলার সুতো দিয়ে।

বৈশালী জানিয়েছেন তিনি ছোট থেকে বড় হয়েছেন কলার কাণ্ড ফেলে নষ্ট করা দেখে। এখন সেই ফেলে দেওয়া কাণ্ড থেকেই সুতো বার করে তিনি নিজের ব্যবসা দাঁড় করাতে পেরেছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *