National

পাকিস্তান থেকে ধেয়ে আসা ঝড়ে নষ্ট হল সোনার কেল্লা

সোনার কেল্লা নামটার সঙ্গে বাঙালির পরিচয় অনেক দিনের। সত্যজিৎ রায়ের হাত ধরে চেনা সেই সোনার কেল্লার ক্ষতি হল পাকিস্তান থেকে আসা ঝড়ে।

বাঙালির কাছে সোনার কেল্লা নামটার গুরুত্বই আলাদা। ফেলুদা, মুকুল, ডক্টর হাজরা, নকল হাজরার সেই টানটান কাহিনির মূল আকর্ষণটাই ছিল সোনার কেল্লাকে ঘিরে।

রাজস্থানের জয়সলমীর শহরের সোনার কেল্লা সিনেমায় দেখা বা বইয়ে পড়ার পর সেটা একটা পর্যটন আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। বিশেষত বাঙালিদের কাছে। জয়সলমীরের সেই সোনার কেল্লার ক্ষতি হল পাকিস্তান থেকে ধেয়ে আসা ঝড়ে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

রাজস্থানে বালি ঝড় নতুন নয়। গত বুধবার মধ্যরাতে আচমকাই এক বালি ঝড় ধেয়ে আসে পাকিস্তানের দিক থেকে। যা এসে আছড়ে পড়ে জয়সলমীরের ওপর।

মধ্যরাতে তছনছ করতে থাকে শহর। ৪৫ মিনিট ধরে তাণ্ডব চালায় এই ঝড়। তারপর তা শান্ত হলে দেখা যায় অনেক কিছুর সঙ্গে ক্ষতি হয়েছে সোনার কেল্লারও।

সোনার কেল্লার অপরূপ শিল্পশৈলীর অন্যতম নিদর্শন হাওয়া পোল। সেই আবহাওয়া পোলের কিছুটা নষ্ট হয়ে গেছে। সেইসঙ্গে সোনার কেল্লার দেওয়াল পর্যন্ত নাড়িয়ে দিয়েছে দাপুটে বালি ঝড়।

মধ্যরাত হওয়ায় সোনার কেল্লার আশপাশে কেউ ছিলেননা। তাই কোনও হতাহতের খবর নেই। না হলে সেখানে হতাহতের সম্ভাবনাও ছিল।

ঝড়ের দাপট এতটাই ছিল যে জয়সলমীর শহরের অনেক বিদ্যুতের খুঁটি উড়ে যায়, অনেক বাড়ির টিনের চাল উড়ে যায়। গোটা শহরটা লোডশেডিংয়ে ডুবে যায়।

এদিকে ঝড়ের দাপট কমার পর হালকা বৃষ্টি হয় জয়সলমীরে। যা বৃহস্পতিবার সকাল পর্যন্ত বজায় ছিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *