National

কোমর থেকে আলাদা হয়েছেন তাঁরা, তাহলে ভোট কটা দিলেন

এমন ঘটনা বড় একটা নজর কাড়ে না। পেটের কাছ থেকে আলাদা হয়েছেন ২ যুবক। একে অপরের সঙ্গে লেগে রয়েছেন। তাঁরা প্রয়োগ করলেন তাঁদের ভোটাধিকার।

স্থানীয়ভাবে তাঁরা পরিচিত। তাঁরা যখন ২০০৩ সালে জন্ম নেন তখন দেখা যায় তাঁদের কোমর পর্যন্ত এক হলেও তারপর তাঁরা ২টি ভাগে বিভক্ত। আর সেভাবেই একে অপরের সঙ্গে সংযুক্ত।

বুক থেকে ২ জন আলাদা হয়ে গেছেন। এই অবস্থায় তাঁদের ফেলে যায় তাঁদের জন্মদাত্রী মা। এমন জোড়া শিশুকে পড়ে থাকতে দেখে তাদের নিয়ে যায় একটি অনাথ আশ্রম। সেখানেই তারা বড় হয়ে ওঠে।

এমন যমজ এবং জোড়া শিশুদের চোখের সামনে সকলে বড় হতে দেখেন। তাঁদের একজনের নাম রাখা হয় সোহন সিং, অন্যজনের মোহন সিং।

স্থানীয়রা অবশ্য তাঁদের সোহনা ও মোহনা নামেই ডাকেন। ওই নামেই তাঁরা পরিচিত। ২০২১ সালে তাঁদের ১৮ বছর পূর্ণ হয়েছে। পেয়েছেন ভোটাধিকার। কিন্তু তাঁদের ভোট সেক্ষেত্রে কটা হবে? এটা অনেকের মনে প্রশ্ন ছিল।

নির্বাচন কমিশন অবশ্য তাঁদের আলাদা আলাদা মানুষ হিসাবেই দেখছে। তাই তাঁরা ১৮ পূর্ণ করার পর তাঁদের হাতে আলাদা আলাদা ভোটার কার্ড তুলে দেওয়া হয়।

এদিন পঞ্জাবের অমৃতসরে তাঁরা তাঁদের জীবনের প্রথম ভোটাধিকার প্রয়োগ করলেন। একসঙ্গই পৌঁছলেন ইভিএম-এর কাছে। এছাড়া তো উপায় নেই। তবে ভোট দিলেন আলাদা আলাদা।

তাঁদের ২ জনের ২টি ভোট পড়ল এদিন। একসঙ্গে ইভিএম-এর সামনে গেলেও যাতে কেউ কারও ভোটদান দেখতে না পান সেদিকে বিশেষ নজর রেখেছিল নির্বাচন কমিশন। তাঁদের ভোটদানের ব্যক্তিগত অধিকার ও গোপনীয়তা সম্পূর্ণ রক্ষিত হয় এদিন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *