National

মহিলার পেট থেকে বের হল ৪৭ কেজির মাংসপিণ্ড

একজন মহিলার অনেক সময় শরীরের ওজন ৪৭ কেজির কম হয়। সেখানে এই মহিলার পেটে ছিল ৪৭ কেজি ওজনের টিউমার। যা ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিল নানা অঙ্গ।

কিডনি তার নিজের জায়গায় নেই। জায়গা থেকে সরে চেপে গেছে লিভার, হৃদপিণ্ড, জরায়ু, ফুসফুস। রক্ত বয়ে যাওয়া ধমনী শিরা সবই চেপে সরু হয়ে গেছে। সোজা হয়ে দাঁড়াতে পারেননা তিনি।

সিটি স্ক্যান করতে গিয়ে করা যায়নি ঠিকঠাক। কারণ মেশিনে জায়গা হচ্ছিল না। এমন এক জটিল পরিস্থিতিতে থাকা ৫৬ বছরের এক মহিলার জীবন ফিরিয়ে দিলেন চিকিৎসকেরা।

অবশ্যই এমন অপারেশন অত্যন্ত ঝুঁকির। কারণ এত বিশাল আকৃতির টিউমার বার করতে গেলে অপারেশন টেবিলেই মৃত্যু হতে পারে রোগীর। কিন্তু ঝুঁকি নেওয়া ছাড়া উপায়ও ছিলনা।

গুজরাটের বাসিন্দা সরকারি কর্মচারি ওই মহিলার সমস্যা শুরু হয় ২০০৪ সালে। পেটে সমস্যা শুরু হয়। পেট ফুলতে থাকে।

প্রথমে আয়ুর্বেদিক চিকিৎসা করান। তাতে কাজ দেয়নি। ক্রমশ শরীর বেঁকে যেতে থাকে। পেটের ওজন বাড়তেই থাকে। গত কয়েক মাস ধরে তিনি বিছানা নেন। অবশেষে আমেদাবাদের একটি বেসরকারি হাসপাতালে তাঁর পেটে জটিল অস্ত্রোপচার করেন চিকিৎসকেরা।

ঝুঁকির অপারেশনের আগে সব দিক থেকে সুরক্ষা বন্দোবস্ত করা হয়। যাতে অপারেশন চলাকালীন ওই মহিলার কিছু না হয়।

অবশেষে তাঁর পেট থেকে বেরিয়ে আসে ৪৭ কেজি ওজনের একটি টিউমার। ভারতে এতদিনে যত টিউমার বার করা হয়েছে, এটি তারমধ্যে সবচেয়ে বড়।

চিকিৎসকেরা শুধু টিউমারটি নয়, সেইসঙ্গে পেটে গজিয়ে যাওয়া বাড়তি চামড়া ও পেটের টিস্যু বার করে আনেন। যার ওজন ৭ কেজি।

অপারেশন হওয়ার পর ওই মহিলার এখন ওজন দাঁড়িয়েছে ৪৯ কেজি। প্রায় তাঁর টিউমারের সমান তাঁর পুরো দেহের ওজন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *