National

সামনে ভোট, খুলে যাচ্ছে গঙ্গা পাড়ের দরজা

সামনেই ভোট। তার যাবতীয় তোড়জোড়, প্রচার চলছে জোরকদমে। এরমধ্যেই খুলে যেতে চলেছে গঙ্গা পাড়ের দরজা। ভোটের মুখে এই পদক্ষেপ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

গত ১৩ ডিসেম্বর গঙ্গা পথে ভক্তদের আসার বন্দোবস্তের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে সেই উদ্বোধন করেন। তিনি গঙ্গাপথেই হাজির হন কাশীর বিশ্বনাথ মন্দিরে।

মন্দিরের নতুন করিডর তৈরি হওয়ার পর এমনিতেই গঙ্গার পাড় থেকে সোজা মন্দিরের বিগ্রহ দর্শনে পৌঁছনো সহজ হয়ে গেছে। তাই স্থির হয়েছিল কাশী বিশ্বনাথ মন্দিরে প্রবেশের জন্য কেবল স্থলপথেই নয়, জলপথেও ভক্তরা আসতে পারবেন।

সেই পথের উদ্বোধন প্রধানমন্ত্রী করলেও তা ভক্তদের জন্য চালু সেভাবে হয়ে ওঠেনি। কিছু কাজ বাকি ছিল। অবশেষে তা খুলে যেতে চলেছে।

আগামী ১৫ ফেব্রুয়ারি জলপথে বিশ্বনাথ মন্দিরে প্রবেশের এই পথ খুলে যেতে চলেছে। উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন দরজায় কড়া নাড়ছে। কাশীতে ভোট রয়েছে ১৫ ফেব্রুয়ারির ৩ সপ্তাহ পরে।


তার আগেই ভক্তদের জন্য বিশ্বনাথ মন্দিরে প্রবেশের জন্য জলপথের রাস্তা খুলে দেওয়াকে ভোটের মুখে যথেষ্ট তাৎপর্যপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছে রাজনৈতিক মহল। প্রসঙ্গত কাশীতে ভোট রয়েছে ৭ মার্চ।

উত্তরপ্রদেশে ভোটের দিনক্ষণ ঘোষণা হয়েছিল গত ৮ জানুয়ারি। তার মোটামুটি ৩ সপ্তাহ আগে ১৩ ডিসেম্বর প্রধানমন্ত্রী এই গঙ্গাদ্বার উদ্বোধন যখন করেন তখন তা পুরো তৈরি হয়নি।

মনে করা হচ্ছে ভোটের দিন ঘোষণা হয়ে যেতে পারে বলেই আগেভাগে সম্পূর্ণ হওয়ার আগেই সেটি উদ্বোধন করে দেওয়া হয়। এখন ১৫ ফেব্রুয়ারি কেবল চালু হবে পরিষেবাটি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button