National

বড়দিনের মুখে ভূস্বর্গে বরফও পড়ছে, আবার পারদও চড়ছে

ভূস্বর্গে এখন চলছে ৪০ দিনের চিল্লাই কলন। যাকে স্থানীয়রা প্রবল শীতের দিন হিসাবে চিহ্নিত করে থাকেন। সেই বিশেষ দিনগুলোতেই বাড়ছে পারদ।

কাশ্মীরে প্রতিবছরই ডিসেম্বর ২১ থেকে শুরু হয় চিল্লাই কলন। এই চিল্লাই কলন নামটা স্থানীয়দেরই দেওয়া। ৪০ দিনের জন্য হয় এই চিল্লাই কলন।

জানুয়ারির শেষে গিয়ে শেষ হওয়া এই বিশেষ ৪০টা দিনকে ধরা হয় শীত ঋতুতে সবচেয়ে বেশি শীতের ৪০টা দিন। হাড় কাঁপানো ঠান্ডার দিন।

ফলে বড়দিন আর নতুন বছরকে স্বাগত জানানও হয় এই সময়েই। এবার শুক্রবারও কিন্তু কাশ্মীর জুড়েই তুষারপাত হয়েছে।

বড়দিনের জন্য বিভিন্ন গির্জা সহ অন্যত্র যে সাজসজ্জা হচ্ছে তার ব্যাকগ্রাউন্ড থাকছে ধবধবে সাদা বরফে ঢাকা। কিন্তু তুষারপাতের মধ্যেও কিন্তু কাশ্মীরের নামতে থাকা পারদ ফের চড়ছে।

আবহাওয়া দফতর জানিয়েছেন আগামী ২৬ থেকে ২৮ তারিখ পর্যন্ত জম্মু কাশ্মীরে ধেয়ে আসছে পশ্চিমী ঝঞ্ঝা। যার প্রভাবে তুষারপাত ও বৃষ্টি হবে। তার জেরেই কিছুটা হলেও পারদ চড়েছে।

ফলে অনেকেই মনে করছেন এবার কী তবে অপেক্ষাকৃত গরম চিল্লাই কলন অপেক্ষা করছে কাশ্মীরের জন্য? তা এখনও বলার সময় না এলেও ঠান্ডা কিন্তু সামান্য হলেও কমেছে।

শ্রীনগরে নেমে যাওয়া পারদ চড়ে হয়েছে মাইনাস ২.৪ ডিগ্রি, পহেলগাম পৌঁছেছে মাইনাস ১.৩ ডিগ্রিতে। গুলমার্গ মাইনাস ৫.১ ডিগ্রিতে।

অন্যদিকে দ্রাসে যেখানে মাইনাস ১৮-তে নেমে গিয়েছিল পারদ, তা এখন বেড়ে হয়েছে মাইনাস ১৩ ডিগ্রি। লেহতে পারদ চড়ে এখন মাইনাস ৬.৯ ডিগ্রি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *