National

সঙ্গমে মাঘ মেলা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সরকারের

মাঘ মেলা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল সে রাজ্যের সরকার। মাঘ মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভিড় জমান সঙ্গমে।

মাঝে শুধু একটা মাস। ডিসেম্বর পার করে নতুন বছরের প্রথম মাসেই সঙ্গমে অনুষ্ঠিত হতে চলেছে মাঘ মেলা। প্রতি বছরই এই মেলার আয়োজন হয়ে থাকে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ হাজির হন প্রয়াগরাজে। ফলে আয়োজনও বিশাল আকারে করতে হয়।

করোনা আবহে অবশ্য সব কিছুতেই বদল এসেছে। মাঘ মেলাতেও এবার নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আধিকারিকদের নির্দেশ দিয়েছেন করোনা নিয়মবিধি নিয়ে সতর্ক থাকতে হবে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

মেলায় আগত প্রত্যেকের করোনা প্রতিষেধক টিকাকরণ সার্টিফিকেট পরীক্ষা করতে হবে। যাঁদের করোনা টিকার ২টি ডোজ সম্পূর্ণ করা নেই তাঁদের মেলায় প্রবেশাধিকার দেওয়া হবে না।

যদি দেখা যায় যে কেউ ১টি টিকার ডোজ নিয়ে হাজির হয়েছেন, সেক্ষেত্রে দ্বিতীয় ডোজের সময় হয়ে থাকলে তাঁকে মেলা প্রাঙ্গণেই দ্বিতীয় ডোজ দিয়ে দেওয়া হবে।

এছাড়াও মেলার প্রতিটি সেক্টরে ঘুরবেন স্বাস্থ্য আধিকারিক ও কর্মীরা। চাইলে মেলায় হাজির যে কোনও পুণ্যার্থীর আরটি-পিসিআর পরীক্ষা তাঁরা করতে পারবেন। ব়্যাপিড অ্যান্টিজেন পরীক্ষাও করা হতে পারে।

এবার মেলার এলাকা বৃদ্ধি করা থেকে বিরত থাকবে মেলা কর্তৃপক্ষ। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে করোনাবিধি মেলায় আগত প্রত্যেক পুণ্যার্থীকে মেনে চলতে হবে। সেদিকে নজর রাখবে মেলা কর্তৃপক্ষ। করোনা এখনও বিদায় নেয়নি। তাই করোনার কথা মাথায় রেখে সবরকম সতর্কতা গ্রহণ করা হচ্ছে মেলা প্রাঙ্গণে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *