National

পুরো কাশ্মীর উপত্যকাই চলে গেল শূন্যের নিচে

আর কোনও বিক্ষিপ্ত এলাকা নয়, পুরো কাশ্মীর উপত্যকা জুড়েই এবার শূন্য ডিগ্রির নিচে চলে গেল পারদ। পড়তে থাকা পারদ আরও নিচে নামবে বলেই জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর।

সেই অক্টোবর মাস থেকেই ভূস্বর্গের পারদ পড়তে শুরু করেছিল। পাহাড়ি এলাকায় তুষারপাতও শুরু হয়েছিল। সেই তুষারপাত পারদকে তরতর করে নামিয়ে দিচ্ছিল। ঝলমলে আবহাওয়ার হাত ধরে পারদ পতন ছিল অব্যাহত।

ক্রমে বিভিন্ন জায়গায় পারদ শূন্য ডিগ্রির নিচে নেমে যায়। কিন্তু সর্বত্র নয়। অবশেষে এই মরসুমে প্রথমবারের জন্য পুরো কাশ্মীর উপত্যকা জুড়েই পারদ শূন্যের নিচে নেমে গেল।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

লাদাখের দ্রাসে সবচেয়ে নিচে নেমেছে পারদ। দ্রাসে এদিন তাপমাত্রা রেকর্ড হয়েছে মাইনাস ১২ ডিগ্রি। যদিও এরমধ্যে তার নিচেও নেমেছিল দ্রাসের পারদ। তবে এদিন পুরো কাশ্মীরের পারদই হিমাঙ্কের নিচে চলে গেল।

শ্রীনগরে পারদ নেমেছে মাইনাস ১.৫ ডিগ্রিতে। পহেলগাম মাইনাস ৪.৩ ডিগ্রি, গুলমার্গ মাইনাস ১ ডিগ্রি, কাজিগুন্দ মাইনাস ১.৮ ডিগ্রি ও কুপওয়ারায় মাইনাস ২.৭ ডিগ্রি রেকর্ড হয়েছে পারদ।

অন্যদিকে লাদাখের লেহ শহরে পারদ নেমেছে মাইনাস ১০.৩ ডিগ্রিতে। কার্গিলে তাপমাত্রা রেকর্ড হয়েছে মাইনাস ৪.৩ ডিগ্রি।

আবহাওয়া দফতর জানিয়েছে আবহাওয়া ঝলমলে থাকায় পারদ পতন অব্যাহত রয়েছে। রাতের পারদ আরও নিচে নামবে বলেই পূর্বাভাস দিয়েছেন আবহবিদেরা।

আগামী ৪৮ ঘণ্টা এখানে শুকনো আবহাওয়াই থাকবে বলে জানিয়েছেন তাঁরা। যার অর্থ দাঁড়ায় পারদ আরও নামবে এই ৪৮ ঘণ্টায়।

ফলে কাশ্মীর উপত্যকা জুড়ে যে পারদ পতন চলছে তা আরও কনকনে হতে চলেছে। উপত্যকা জুড়ে পারদ নিচে চলে গেলেও কাশ্মীরের সমতলে পারদ এখনও হিমাঙ্কের নিচে নামেনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *