National

মাথার দাম ছিল ১ কোটি, গ্রেফতার শীর্ষ মাওবাদী নেতা প্রশান্ত বসু

তাঁকে ধরে দিতে পারলে বা তাঁর সম্বন্ধে খবর দিতে পারলে পুরস্কার ছিল ১ কোটি টাকা। তারপরেও তাঁর নাগাল পাচ্ছিল না পুলিশ। অবশেষে গ্রেফতার মাওবাদী শীর্ষ নেতা প্রশান্ত বসু।

বয়স ৭৫ বছর। এই বয়সেও পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশে প্রশান্তই ছিলেন মাওবাদী নেতৃত্বের শেষ কথা। তাঁর পরিচালনাতেই চলত মাওবাদী কার্যকলাপ। দীর্ঘদিন ধরেই প্রশান্ত বসুকে গ্রেফতার করার চেষ্টা করছিল পুলিশ।

তাঁকে ধরতে পারলে বা তাঁর সম্বন্ধে খবর দিতে পারলে ১ কোটি টাকা পুরস্কার মূল্যও ঘোষণা করা হয়েছিল। পুরস্কার মূল্য থেকই পরিস্কার যে পুলিশ কতটা মরিয়া ছিল তাঁকে পাকড়াও করতে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

অবশেষে ঝাড়খণ্ড পুলিশ, সিআরপিএফ এবং আইবি-র যৌথ প্রচেষ্টায় প্রশান্ত বসুকে গ্রেফতার করা সম্ভব হল। তাঁকে তাঁর স্ত্রী শীলা মারান্ডির সঙ্গে গ্রেফতার করা হয়েছে।

ভারতে সিপিআই মাওইস্ট বা মাওবাদীদের দ্বিতীয় শীর্ষ নেতা প্রশান্ত বসু। অন্যদিকে তাঁর স্ত্রী শীলা মারান্ডি মাওবাদী সিদ্ধান্তগ্রহণ কমিটির একমাত্র মহিলা সদস্য ছিলেন।

তাঁদের গ্রেফতারিকে এক বড় সাফল্য হিসাবেই দেখা হচ্ছে। এতে ভারতের একটা অংশে মাওবাদী কার্যকলাপের শিরদাঁড়া ভেঙে দেওয়া সম্ভব হল বলেও মনে করা হচ্ছে।

প্রশান্ত বসু ওরফে কিষাণ দা ওরফে মণীষ ওরফে বুড়া ঘন ঘন থাকার জায়গা বদলে ফেলতেন। ফলে তাঁর খোঁজ পাওয়া মুশকিল ছিল। মোবাইল ফোনও ব্যবহার করতেন না এই বৃদ্ধ মাওবাদী নেতা।

ঝাড়খণ্ড থেকে তাঁকে গ্রেফতার করা হয় গত বৃহস্পতিবার। আদপে কলকাতার যাদবপুরের বাসিন্দা প্রশান্ত বসু ছিলেন মাওবাদীদের বড় ভরসা। ফলে মাওবাদী কার্যকলাপে লাগাম দেওয়া আগামী দিনে সম্ভব হবে বলেই মনে করছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *