National

চোখ ধাঁধানো রিসর্টে মালাবদল করে বিয়ে হল জাহ্নবী ও অ্যাসিডের

বিয়ে বলে বিয়ে, একেবারে তাক লাগানো বিয়ে। যে রিসর্টে বিয়ে হল তা এককথায় চোখ ধাঁধানো। তেমনই খাওয়াদাওয়ার এলাহি বন্দোবস্ত ছিল বিয়েতে।

ওদের বিয়ে হল একেবারে রীতিনীতি মেনে। বিয়ের মণ্ডপে মালা বদল হল। সকলকে সাক্ষী রেখে তাদের দাম্পত্য জীবনের পথ চলা শুরু হল।

বিয়েতে এসেছিল তাদের পছন্দ হবেই হবে এমন একটি কেক। যা নিছক তাদের জন্যই তৈরি। পাত্রের নাম অ্যাসিড। বয়স আড়াই বছর। আর পাত্রীর নাম জাহ্নবী। বয়স দেড় বছর।

এবার অবাক হতে হল তো! এই বয়সে মানুষের বিয়ে হয়না ঠিকই, তবে কুকুরের তো হতেই পারে। আর যেখানে কুকুর কুলেও তাদের বর্ণ একই। পাত্র পাত্রী ২ জনেই বিগল ডগ।

অবাক হওয়ার আরও বাকি আছে। বর কনের মালিক একজনই। প্লাস রিসর্টের মালিক আকাশ শেলি। তাঁরই দেখভালে থাকা ২ সারমেয় মালা বদল করে সারা জীবনের জন্য বাঁধা পড়ল।

ঘরের ব্যাপার। তাই নিমন্ত্রণ আর বাইরে যায় কেন! তাই তাঁরই বিলাসবহুল রিসর্টে বসেছিল বিবাহবাসর। সঙ্গে ছিল এলাহি খাওয়া দাওয়ার ব্যবস্থা।

নিমন্ত্রিত অতিথিও কম ছিলেননা। খাবারের মেনুতে অন্য অনেক কিছুর সঙ্গে ছিল স্টিমিং হট চিকেন বিরিয়ানি এবং চিকেন ফ্রাই। অন্য কিছুও তো করা যেত, তাহলে বিরিয়ানি কেন? এর উত্তরও দিয়েছেন বর ও কনে কর্তা আকাশ।

আকাশ জানিয়েছেন অ্যাসিড ও জাহ্নবী ২ জনেরই পছন্দের খাবার হল বিরিয়ানি। বিয়েতে যে কেক আনা হয়েছিল তা কুকুরদের জন্যই তৈরি করা হয়। ফলে বর কনের তা ভাল না লাগার প্রশ্নই উঠছে না।

যে ফটোগ্রাফার বিয়ের সব ফোটো তোলেন তিনি পর্যন্ত সঠিক পোশাক পরে হাজির হয়েছিলেন বিবাহ বাসরে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *