National

এবার আকাশ থেকে নেমে আসবে ওষুধ আর টিকা

এবার আকাশ থেকে নেমে আসবে ওষুধ বা টিকার মত প্রয়োজনীয় জিনিস। যার পরীক্ষা শুরু হল। এই ব্যবস্থা চালু হলে ওষুধ ও টিকা পৌঁছবে অনেক দ্রুত।

দেশে এবার আকাশ থেকে বিভিন্ন জায়গায় নেমে আসবে প্রয়োজনীয় ওষুধ এবং টিকা। যার প্রথম পরীক্ষা শুরু হল। স্কাই এয়ার মোবিলিটি নামে একটি স্টার্টআপ সংস্থা ব্লু ডার্ট এক্সপ্রেস সংস্থার সঙ্গে হাত মিলিয়ে এই কাজ শুরু করেছে।

বিয়ন্ড ভিজুয়াল লাইন অফ লাইট নামে ড্রোন দিয়ে এই কাজ হবে। প্রথম ড্রোনগুলিকে ৫০০ থেকে ৭০০ মিটার উচ্চতায় ওড়ানো হয়েছে।

যা মানুষ খালি চোখেই রাস্তা বা বাড়ির ছাদ থেকে দেখতে পেয়েছেন। পরে তা আরও উঁচু দিয়ে নিয়ে যাওয়া হবে। এই উদ্যোগে শামিল হয়েছে তেলেঙ্গানা সরকার। উদ্যোগের প্রথম পরীক্ষা তেলেঙ্গানাতেই হয়েছে।

অনেক জায়গায় দ্রুত ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, চিকিৎসা সংক্রান্ত নমুনা এবং করোনা প্রতিষেধক টিকা পৌঁছে দেওয়ার প্রয়োজন পড়ে, যা সড়কপথে নিয়ে যেতে অনেকটা সময় লেগে যায়।


কিন্তু সেটাই যদি গন্তব্যে আকাশপথে পৌঁছে দেওয়া যায় তাহলে তা অনেক দ্রুত সেখানে পৌঁছে যাবে। কাজও দ্রুত এগোবে। টিকা প্রদানের ক্ষেত্রে যা এক যুগান্ত তৈরি করতে পারে।

কারণ তেলেঙ্গানার এমন অনেক প্রত্যন্ত এলাকা রয়েছে যেখানে সময়ে টিকা পৌঁছে দেওয়াটাই একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সেখানে তা দ্রুত আকাশপথে পৌঁছে যেতে পারে।

এই প্রকল্প আপাতত পরীক্ষা করে দেখা হচ্ছে। পরীক্ষা সফল হলে তা কাজ লাগানো হবে। আর তা যদি তেলেঙ্গানায় সফল হয় তাহলে তা গোটা ভারতের জন্য একটি যুগান্তকারী রাস্তা খুলে দেবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button