ইন্সটাগ্রামে ভিডিও তুলে চাকরি নিয়ে টানাটানির মুখে মহিলা পুলিশ
ইন্সটাগ্রামে ভিডিও, ছবি তুলতে পছন্দ করেন তিনি। সেটাই করেছিলেন। কিন্তু এমনভাবে তুলেছেন যে এখন চাকরি নিয়ে টানাটানির মুখে পড়েছেন তিনি।
চাকরি পেয়েছেন বেশিদিন হয়নি। পুলিশ কনস্টেবলের পদে চাকরি পেয়েছেন তিনি। আপাতত ট্রেনি পর্যায়ে রয়েছেন। বলা ভাল কাজ শিখছেন।
হবে নাই বা কেন! বয়সে তরুণী তিনি। আর এই বয়সের অনেক তরুণীর মতই তাঁরও সোশ্যাল সাইটের প্রতি অমোঘ টান রয়েছে।
প্রিয়াঙ্কা মিশ্র নামে ওই তরুণী ট্রেনি কনস্টেবল প্রায়ই ইন্সটাগ্রামে তাঁর নানা মুহুর্তের ছবি আপলোড করেন। ভিডিও আপলোড করেন।
তেমনই একটি ভিডিও প্রিয়াঙ্কা আপলোড করেছিলেন। আর সেই ভিডিও পুলিশের বড় কর্তাদের নজরে আসার পরই তাঁকে রাতারাতি পুলিশ লাইনে সরানো হয়।
প্রিয়াঙ্কার বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হয়েছে। চাকরি জীবনের শুরুতেই কার্যত চাকরির হালখাতায় একটি কালি পড়ল তাঁর। এমনকি তদন্ত রিপোর্ট সামনে এলে তিনি কত বড় সাজার মুখে পড়বেন তাও পরিস্কার নয়।
কী এমন ভিডিও তুললেন প্রিয়াঙ্কা মিশ্র যে একেবারে তদন্ত শুরু হল? তিনি একটি ভিডিও আপলোড করেছেন যেখানে তাঁর পরনে রয়েছে পুলিশের পোশাক। কোমরে গোঁজা রয়েছে রিভলভার। যা ভালভাবেই দেখা যাচ্ছে।
এমনকি বেশ কিছু কথোপকথনও শোনা গেছে। যেখানে উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে হরিয়ানা ও পঞ্জাবের সঙ্গে তুলনা করা হয়েছে। সব মিলিয়ে যা পুলিশের বড় কর্তারা একেবারেই ভাল চোখে নেননি।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখনউতে। এখন প্রিয়াঙ্কা মিশ্র কী সাজার কোপে পড়েন সেদিকেই নজর সকলের। তাঁর নিজেরও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা













