National

মুম্বইতে চালু হয়ে যাচ্ছে লোকাল ট্রেন, এ রাজ্যে কবে, উঠছে প্রশ্ন

মুম্বইতে লোকাল ট্রেন চালু হয়ে যাচ্ছে। রবিবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একথা জানিয়েছেন। তবে এই করোনা আবহে শর্তসাপেক্ষে চালু হচ্ছে লোকাল পরিষেবা।

কথায় বলে মুম্বই শহরের লাইফ লাইন হল সেখানকার লোকাল ট্রেন। লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন কাজ করতে এই লোকাল ট্রেনে যাতায়াত করেন।

মুম্বইতে একদিন লোকাল বন্ধ হলেই মানুষ ত্রাহি ত্রাহি রব তোলেন। সেখানে করোনা আবহে দীর্ঘকাল বন্ধ লোকাল পরিষেবা।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

এখন কেবল জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মানুষজনই লোকাল ট্রেনে চড়ার সুবিধা পাচ্ছেন। পশ্চিমবঙ্গেও ঠিক এই শর্তেই চলছে লোকাল।

যাঁরা লোকাল ট্রেনের দৈনিক যাত্রী তাঁদের তরফে বারবার প্রশ্ন তোলা হচ্ছে কবে চালু হবে এ রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা? যদিও রাজ্য সরকারের তরফে এখনও কোনও ইঙ্গিত মেলেনি। মুখ্যমন্ত্রী স্বয়ং জানিয়েছেন করোনা ছড়ানো রুখতেই বন্ধ রাখা হয়েছে এ রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা।

মুম্বই শহরে লোকাল ট্রেন পরিষেবা চালু হওয়ার খবরে এখন নতুন করে এ রাজ্যে লোকাল চালু কবে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। মুম্বইতে সাধারণ মানুষের জন্য লোকাল ট্রেন চালু হচ্ছে ঠিকই হবে তা শর্তসাপেক্ষে।

আগামী ১৫ অগাস্ট থেকে সেখানে লোকাল ট্রেন পরিষেবা চালু হচ্ছে। তবে শর্ত হল তাঁদেরই উঠতে দেওয়া হবে যাঁদের করোনা টিকার ২টি ডোজ সম্পূর্ণ করা আছে।

আবার ২টি ডোজ সম্পূর্ণ করলেই হবে না। সেখানেও শর্ত রয়েছে। শর্ত হল দ্বিতীয় ডোজ কমপক্ষে ১৪ দিন আগে নেওয়া হতে হবে। তবেই লোকালে পা রাখা যাবে। তবু মুম্বইতে লোকাল ট্রেন চালুর খবরে সেখানে আমজনতা বেজায় খুশি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *