National

প্রকাশ্য দিবালোকে আইনজীবীর ওপর তরোয়াল, ছুরি নিয়ে হামলা

এমন ঘটনা সিনেমায় দেখা যায়। যা প্রকাশ্য দিবালোকে ঘটে গেল। এক আইনজীবীকে ঘিরে তরোয়াল, ছুরি, লোহার রড নিয়ে আক্রমণ করল দুষ্কৃতিরা।

তখন বিকেল ৩টে। রাস্তার ওপর এক আইনজীবী ও তাঁর সহযোগীকে ঘিরে ফেলে জনা ২০ দুষ্কৃতি। দুষ্কৃতিদের কারও হাতে ছিল তরোয়াল, কারও ছুরি, কারও লোহার রড। সময় নষ্ট না করে শুরু হয় আইনজীবী ও তাঁর সহযোগীর ওপর হামলা।

তরোয়ালের কোপ, ছুরির কোপ, লোহার রডের আঘাত পড়তে থাকে তাঁদের ওপর। রক্তাক্ত হতে থাকে দেহ। যন্ত্রণায় চিৎকার করতে থাকেন ২ জনে।

২ জনকে রীতিমত রক্তাক্ত করে ওই দুষ্কৃতিরা সেখান থেকে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন আইনজীবী ও তাঁর সহযোগী।

এমন দৃশ্য সাধারণ মানুষ সিনেমার পর্দায় অনেকবার দেখেছেন। ভিলেনের লোকজন এমন ঘিরে ধরে তরোয়ালের কোপ বসাচ্ছে এমনটা দেখা যায়।

কিন্তু তা যে রুপালি পর্দার কল্পনায় সীমাবদ্ধ নয় তা দেখল বাণিজ্য নগরী মুম্বই। সেখানে গত রবিবার রাস্তার ওপর সকলের সামনে এমন ঘটনা ঘটাল দুষ্কৃতিরা।

রক্তাক্ত অবস্থায় আইনজীবী ও তাঁর সহযোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ২ বাহু, কাঁধ ও পিঠে সবচেয়ে বেশি কোপ পড়ে। তাঁদের চিকিৎসা শুরু হয়।

পরে জানানো হয় ৩৮ বছর বয়সী আইনজীবী সত্যদেব যোশী ও তাঁর সহযোগী ২৮ বছরের অঙ্কিত ট্যান্ডন আশঙ্কামুক্ত। তবে তাঁদের ঘা গভীর।

সত্যদেব তাঁর সহযোগীকে নিয়ে গত রবিবার বিকেলে দাহিসার-এর কান্দারপাড়া এলাকায় একটি জমি দেখতে গিয়েছিলেন। তাঁর মক্কেলের হয়ে জমি দেখতে গিয়েছিলেন তাঁরা। তখনই তাঁদের ওপর এই হামলার ঘটনা ঘটে।

আইনজীবী সংগঠনের তরফে পরে দুষ্কৃতিদের গ্রেফতারের দাবিতে থানা ঘেরাও করা হয়। ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More