National

আড়ি পাতা হয়েছিল প্রশান্ত কিশোর, অভিষেকের ফোনেও, চাঞ্চল্যকর রিপোর্ট

বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোর ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোনে আড়ি পাতা হয়েছিল। এমনই একটি চাঞ্চল্যকর রিপোর্ট সামনে এসেছে।

বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোর ও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোনে আড়ি পাতা হয়েছিল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সিকিউরিটি ল্যাবের ফরেনসিক রিপোর্ট এমনই জানাচ্ছে বলে দাবি করা হয়েছে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে। আর তাকে ঘিরে নতুন করে বিতর্ক জমাট বেঁধেছে।

এমনিতেই পেগাসাস প্রজেক্ট নিয়ে বেকায়দায় কেন্দ্রের বিজেপি সরকার। মন্ত্রী থেকে সাংবাদিক, শিল্পপতি থেকে সমাজকর্মী অনেকেই রয়েছেন যাঁদের ফোনে আড়ি পাতা হয়েছিল বলে দাবি করা হয়েছে। রাহুল গান্ধীও রয়েছেন সেই তালিকায়।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

বাদল অধিবেশনের ঠিক আগেই এই বিষয়টি সামনে আসায় কার্যতই বেকায়দায় পড়ে বিজেপি। এদিকে পেগাসাস প্রজেক্ট-এর বিষয়টি ভিত্তিহীন অভিযোগ বলে দাবি করেছেন দেশের তথ্যপ্রযুক্তি মন্ত্রী। কিন্তু বিতর্ক পিছু ছাড়েনি।

গত বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে জয় পেতে মরিয়া লড়াই চালিয়েছে বিজেপি। কার্যত সব শক্তি দিয়ে ভোটের ময়দানে নেমেছিল গেরুয়া শিবির। যদিও তার প্রভাব ভোটের ফলে পরিলক্ষিত হয়নি। ঝোড়ো জয় পেয়ে রাজ্যে ফের ক্ষমতায় ফিরেছে তৃণমূল।

অভিযোগ বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কী কৌশল বানাচ্ছে তা জানতেই প্রশান্ত কিশোর ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোনে আড়ি পাতা হয়। তবে তাঁদের ফোন হ্যাক করা হয়েছিল কিনা তা পরিস্কার নয়। কারণ তা ফরেনসিক পরীক্ষার জন্য পাওয়া যায়নি।

এদিকে প্রশান্ত কিশোর ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোনে আড়ি পাতার প্রসঙ্গ সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্টে প্রকাশ পেতেই তৃণমূলের তরফে পাল্টা বিজেপির দিকে তোপ দাগার ঘুঁটি সাজানো শুরু হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More