National

বেড়াল খুঁজে দিলেই ৩০ হাজার টাকা

বেড়াল খুঁজে দিতে হবে। আর তা দিতে পারলেই মিলবে ৩০ হাজার টাকা। বেড়াল আর কতদূর যাবে। আশপাশেই আছে। আপাতত তাকে হন্যে হয়ে খুঁজছেন অনেকে।

বেড়ালের একটা ছবি বড় করে ছাপানো হয়েছে। বেড়ালের খুঁটিনাটিও জানানো হয়েছে। যাতে বেড়াল চিনতে সমস্যা না হয়। অন্য বেড়াল ধরে আনলেও হবে না। ঠিক ওই বেড়ালটিই চাই। বেড়ালটি সম্বন্ধে সঠিক খবর দিতে পারলে ৩০ হাজার টাকা পুরস্কারও ঘোষণা করা হয়েছে।

বেড়ালটিকে যিনি জন্ম থেকে পুষেছিলেন সেই সেরিনা নাত্তো জানিয়েছেন গত মাসে তিনি হায়দরাবাদের একটি পশু হাসপাতালে বেড়ালটিকে ভর্তি করেন। চিকিৎসার জন্য সেখানে ভর্তি করা হয় তাঁর ৮ মাসের বেড়ালকে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

কিন্তু গত ২৪ জুন সেরিনা জানতে পারেন তাঁর বেড়াল হারিয়ে গেছে। তাকে হাসপাতালে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর অনেক খুঁজেছেন তিনি। কিন্তু বেড়ালের দেখা মেলেনি।

এরপর সেরিনা একটি সাংবাদিক সম্মেলনের ডাক দেন। সেখানেই একটি পোস্টার তুলে ধরে জানান পুরো ঘটনা। তাঁর বেড়াল হারানোর জন্য হাসপাতালকে কাঠগড়ায় চাপিয়েছেন সেরিনা।

সেরিনার এও বক্তব্য যে তাঁর বেড়ালের ঠিকঠাক চিকিৎসা করতেও পারেনি হাসপাতাল। এখন বেড়ালটি হারিয়ে গেছে। অথচ তাদের কিছু জানা নেই।

তিনি জানিয়েছেন টাকাটা বড় কথা নয়। তাঁর বেড়ালটিকে ফেরত চাই। জন্ম থেকে বেড়ালটিকে তিনি বড় করেছেন।

সেরিনা বলেন, ২০ দিনের ওপর কেটে গেছে। তিনি বেড়ালটির সুরক্ষা নিয়ে চিন্তিত। বেড়াল হারানোর পর গত ২৭ জুন তিনি পুলিশের কাছে অভিযোগও দায়ের করেন।

পুলিশ বেড়ালের জন্য হাসপাতালের সঙ্গে কথা বলে। কথা বলে স্থানীয়দের সঙ্গেও। কিন্তু এতদিন কেটে গেলেও বেড়ালের হদিশ দিতে পারেনি পুলিশও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More