National

তাপপ্রবাহে পুড়ছে দিল্লি, জম্মুতে পিচ গলছে

সারা দেশে যখন বর্ষা ভাল ব্যাটিং করছে তখন উত্তর-পশ্চিম ভারতের কয়েকটি রাজ্যে আগুন ঢালছে সূর্যদেব। তাপপ্রবাহে গ্রীষ্মকেও হার মানাচ্ছে দিল্লির পারদ।

সারা দেশের সিংহভাগ জুড়েই এখন মৌসুমি বায়ু ছড়িয়ে পড়েছে। যার জেরে বর্ষা হচ্ছে ভালই। কিন্তু এই ভরা বর্ষার সময়ও দেশের উত্তর-পশ্চিম অংশের কয়েকটি রাজ্যে চলছে তাপপ্রবাহ। অস্বাভাবিক গরমে পুড়ছে শহর থেকে গ্রাম।

সাধারণত গ্রীষ্মে এসব জায়গায় তাপপ্রবাহ হয়। এবার বর্ষায় তা হচ্ছে। রাজস্থান থেকে গরম বাতাস ছুটে আসার জেরেই পুড়ছে দিল্লি, হরিয়ানা বলে জানাচ্ছে হাওয়া অফিস।

দিল্লি, হরিয়ানা ও রাজস্থানে আগামী ৫-৬ দিন এমনই পরিস্থিতি থাকবে বলেও জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর।

দিল্লিতে গতদিন প্রায় ৪৪-এর কাছে পৌঁছেছিল পারদ। এদিনও ৪২ ডিগ্রির আশপাশেই রয়েছে। তাপপ্রবাহ চলছে। তাপপ্রবাহ চলছে হরিয়ানা ও রাজস্থানেও।

দিল্লি, রাজস্থান, হরিয়ানার গরম অবশ্য মানুষের জানা। কিন্তু যে জায়গায় জম্মুর পারদ পৌঁছেছে তা রীতিমত চমকে দিয়েছে।

জম্মুতে পারদ প্রায় ৪৩ ডিগ্রি ছুঁয়েছে। এদিন জম্মুতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪২.৯ ডিগ্রি। যা এই মরসুমে সর্বাধিক।

প্রবল দাবদাহে ঘর থেকে বার হওয়া মুশকিল হয়েছে জম্মুর বাসিন্দাদের। জম্মু বলেই নয়, শ্রীনগরের মত জায়গায় পারদ পৌঁছে গেছে ৩৩.৮ ডিগ্রিতে। যা দেখে অনেকেই হতবাক।

এতটাই গরম যে করোনা সত্ত্বেও মানুষ গরমে থাকতে না পেরে কাশ্মীর উপত্যকার বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছেন যাতে গরমের হাত থেকে রেহাই পাওয়া যায়। সেখানেও যে পরিস্থিতি খুব সুখের তা কিন্তু নয়।

লেহ-তে সর্বনিম্ন পারদ রয়েছে ১৭ ডিগ্রিতে। কার্গিলে ১৫ ডিগ্রি, দ্রাসে ৯ ডিগ্রি। যেখানে শীতের পারদ মাইনাস ২৫-এরও নিচে ঘোরাফেরা করে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More