National

বিয়ে করে নববধূকে কাঁধে তুলে উত্তাল নদী পার হলেন বর

এ দেশে এমন অনেক ঘটনা ঘটে যায় যা সিনেমার ক্লাইম্যাক্সকেও হার মানায়। তেমনই এক দৃশ্য এবার ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।

নদীর এক পারে বরের বাড়ি। অন্য পারে কনের গ্রাম। মাঝে বয়ে যাওয়া নদী পার করার একটাই উপায় নৌকা। সেই নৌকায় চেপেই বিয়ে করতে গিয়েছিলেন বর। সঙ্গে ছিলেন বরযাত্রীরাও। বিয়ে ধুমধাম করেই হয়।

বিয়ের পরদিন নববধূকে নিয়ে বাড়ি ফেরার পালা। বর বউ উঠে বসেন নৌকায়। অন্য বরযাত্রীরাও নৌকায় উঠে পড়েন। বর্ষায় এ নদীর চেহারাই বদলে যায়। উত্তাল নদীর ফুঁসতে থাকে।

এদিকে নদীতে একটা জায়গা পর্যন্ত এসে জলের তলায় থাকা চরায় আটকে যায় নৌকা। বছরের অন্য সময় ওখানটায় শুকনো জমি থাকে। কিন্তু বর্ষায় নদীর অন্য রূপ। তখন ওসব জায়গাও জলের তলায়।


এদিকে নৌকা তো গেছে আটকে। বর ও বরযাত্রী বুঝতে পারেন আর কিছু করার নেই। পাড়ে পৌঁছতে বাকি অংশ চরার ওপর জল ভেঙে হেঁটেই পার করতে হবে।

নববধূ তো কনের সাজে রয়েছেন। বরও রাজবেশে। পরিস্থিতি বুঝে বর হঠাৎ কাঁধে তুলে নেন স্ত্রীকে। একি বাস্তব! নাকি কোনও সিনেমার টানটান রোমান্টিক অংশ! অথবা কোনও সিনেমার পোস্টারে থাকা নায়ক নায়িকা!

বর শিব কুমার সিং সদ্য বিবাহিতা স্ত্রীকে কাঁধে তুলে জল ভেঙে এগোতে থাকেন। বাকি বরযাত্রীরা পিছনে। এভাবেই কাঁকাই নদী পার করেন তাঁরা।

এদিকে এই ভিডিও ইতিমধ্যেই ইন্টারনেটে ভাইরাল হয়েছে। বিহারের কিষণগঞ্জ জেলার দীঘলবাঁক ব্লকের সিগমারি ঘাটে ঘটেছে ঘটনাটি।

এই নায়কোচিত কাণ্ডে শিব কুমার সিং যথেষ্ট তারিফ কুড়িয়েছেন। হয়তো মনে মনে স্বামীর মতো খুশি হয়েছেন ওই নববধূও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More
Back to top button