Health

একটাই শহরে ৫০ শতাংশের ওপর ছোটদের শরীরে মিলল কোভিড অ্যান্টিবডি

এক অন্যতম প্রধান শহরের ১ থেকে ১৮ বছর বয়সীদের ৫০ শতাংশের মধ্যে ইতিমধ্যেই তৈরি হয়েছে কোভিড অ্যান্টিবডি। জানাল সেরো সার্ভে।

দেশে এমন অনেক মানুষ রয়েছেন যাঁদের দেহে তাঁদের অজান্তেই তৈরি হয়েছে করোনা অ্যান্টিবডি। অর্থাৎ করোনার কিছু পরিমাণ জীবাণু তাঁদের দেহে প্রবেশ করেছিল। আর তার জেরে অ্যান্টিবডি তৈরি হয়েছে শরীরে। সেরো সার্ভে করলেই জানা যায় বিষয়টি।

মুম্বইতে এমনই একটি সেরো সার্ভে করা হয়েছিল ১ এপ্রিল থেকে ১৫ জুনের মধ্যে। তবে কেবলমাত্র ১ বছর থেকে ১৮ বছর বয়সীদের মধ্যে। আর তাতে যে ফলাফল সামনে এল তাতে অবশ্য চোখ কপালে উঠবে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

দেখা গেছে মুম্বই শহরের ৫০ শতাংশের ওপর শিশু থেকে কিশোর কিশোরীর দেহেই রয়েছে কোভিড অ্যান্টিবডি। দেখা গেছে ১ থেকে ৪ বছর বয়সীদের ৫১.০৪ শতাংশ শিশুর দেহে রয়েছে কোভিড অ্যান্টিবডি।

৫ থেকে ৯ বছর বয়সী বালক বালিকার ৪৭.৩৩ শতাংশের দেহে রয়েছে কোভিড অ্যান্টিবডি। ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোর কিশোরীর ৫৩.৪৩ শতাংশের দেহে রয়েছে কোভিড অ্যান্টিবডি।

আর ১৫ থেকে ১৮ বছর বয়সী কিশোর কিশোরীর ৫১.৩৯ শতাংশের দেহেই রয়েছে কোভিড অ্যান্টিবডি। যার গড় ৫০ শতাংশের ওপর হয়।

করোনার তৃতীয় ঢেউ আসার অপেক্ষা চলছে। কারণ বিশেষজ্ঞেরা বলছেন তৃতীয় ঢেউ আসবেই। এও বলা হচ্ছে যে তৃতীয় ঢেউতে ছোটরাও যথেষ্ট প্রভাবিত হবে। এই পরিস্থিতিতে মুম্বই শহরের ৫০ শতাংশের ওপর শিশু থেকে কিশোর কিশোরীর দেহে কোভিড অ্যান্টিবডি পাওয়া যাওয়া যথেষ্ট তাৎপর্যের দাবি রাখে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More