National

রথযাত্রা না হলে অন্য হুমকি দিলেন মন্দিরের পুরোহিত

গতবছর রথযাত্রা স্থগিত হয়েছিল করোনার কারণে। এবারও তেমনটা হলে অন্য রাস্তায় হাঁটার হুমকি দিলেন এক মন্দিরের পুরোহিত। আগেও একবার হুমকি দিয়েছিলেন তিনি।

করোনার কারণে বছরভর নানা পুজো ও তাকে কেন্দ্র করে উৎসবে কার্যত দাঁড়ি পড়েছে। গত বছরের পর এ বছর অনেকেই ভেবেছিলেন যে সব ঠিকঠাক হলে এবারও রথযাত্রা উৎসব ধুমধাম করে পালিত হবে। কিন্তু এবারও করোনা পরিস্থিতির কারণে অন্য উৎসবের সঙ্গে রথযাত্রা হওয়ার সম্ভাবনা বড় একটা নেই।

অনেক ভক্তরই এজন্য মন খারাপ। তবে পরিস্থিতি বিবেচনা করে তাঁরা মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন। কিন্তু এক মন্দিরের পুরোহিত তা পারলেননা।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

সরসপুর মন্দিরের পুরোহিত মন্দিরের পুরনো রীতি মেনে রথযাত্রা না হলে এবার সরাসরি হুমকি দিয়ে রেখেছেন। কিছুদিন আগে পুরোহিত মহন্ত লক্ষ্মণদাসজি মহারাজ রথযাত্রা না হলে নিজেকে শেষ করার হুমকি দিয়েছিলেন। ফের তিনি নতুন হুমকির পথে হাঁটলেন।

মহন্ত জানিয়েছেন যদি এবার রথযাত্রা না হয় তাহলে তিনি বিক্ষোভ আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন। এক্ষেত্রে সাধু সন্তরাও তাঁর সঙ্গে থাকবেন। এমনকি আন্দোলন কোন পথে এগোবে তাও স্থির করবেন সাধু সন্তরাই। লক্ষ্মণদাসজির প্রশ্ন, সরকার যদি মাল্টিপ্লেক্স, সিনেমাহল, মল সবই খুলতে পারে, তাহলে রথযাত্রায় সমস্যা কোথায়?

প্রসঙ্গত এই মন্দিরে ১৪৪ তম রথযাত্রা এবার হওয়ার কথা। এজন্য কাঠের রথের কাজ শুরু হয়ে গেছে। অন্যান্য কাজকর্মও এগোচ্ছে।

মন্দির তার মত তৈরি থাকছে রথযাত্রা করার জন্য। গুজরাটের এই সরসপুর মন্দির যথেষ্ট বিখ্যাত। এখানকার রথযাত্রার নামও ভারত জোড়া। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More