SciTech

মানুষের নতুন পূর্বপুরুষের খোঁজ পেলেন বিজ্ঞানীরা

মানুষের সবচেয়ে কাছের আত্মীয় কারা ছিলেন, এ প্রশ্নের উত্তরে অনেকেই বলবেন নিয়ানডার্থালরা। সেই ধারনা ভেঙে দিল নতুন গবেষণা।

মানুষকে হোমো স্যাপিয়েন্স বলা হয়। বিজ্ঞানীরা এবার খোঁজ পেলেন সেই মানুষের সবচেয়ে কাছের আত্মীয়ের। অর্থাৎ বিবর্তনের ধারায় হোমো স্যাপিয়েন্স তৈরির আগেই কারা ছিলেন মানুষের পূর্বপুরুষ, তারই হদিশ পেলেন তাঁরা।

এমন নয় যে আগে কোনও ধারনাই ছিলনা এ বিষয়ে। মনে করা হয় মানুষের সবচেয়ে কাছের পূর্বপুরুষ ছিলেন নিয়ানডার্থালরা। কিন্তু নতুন এই গবেষণা সেই ধারনা ভেঙে দিল।

বিজ্ঞানীরা চিনে একটি মস্তিষ্কের জীবাশ্ম পেয়েছেন। যা পর্যালোচনা করার পরই তাঁরা নতুন সিদ্ধান্তে উপনীত হয়েছেন। প্রথমত বিজ্ঞানীরা এখনও পর্যন্ত বিবর্তনের পথে যত মানুষের জীবাশ্ম পেয়েছেন তার মধ্যে এটিই সবচেয়ে বড়।

বিজ্ঞানীরা বলছেন এটা মনুষ্য প্রজাতির এক নতুন প্রকার। যার তাঁরা নাম দিয়েছে হোমো লংগাই। এই হোমো লংগাইকেই বলা হচ্ছে ড্রাগন ম্যান।

বিজ্ঞানীরা মনে করছেন আধুনিক মানুষ তৈরির আগে বিবর্তনের ধারায় এই ড্রাগন ম্যানই ছিল আধুনিক মানুষ তৈরি হওয়ার ঠিক আগের প্রকার। কেন এমনটা মনে হল?

বিজ্ঞানীদের মতে, এই হারবিন ক্রেনিয়াম জীবাশ্মটি হল আজ পর্যন্ত পাওয়া মনুষ্য বিবর্তনের মস্তিষ্কের মধ্যে সবচেয়ে সম্পূর্ণ। যার মাথায় একটি সম্পূর্ণ মানুষের মস্তিষ্ক ঢোকার মত জায়গা রয়েছে।

রয়েছে অতিরিক্ত বড় দাঁত। বড় মুখ গহ্বর। কিছুটা চৌকো ধরণের চোখের জায়গা। যা থেকে বিজ্ঞানীদের ধারনা বিবর্তনের ধারায় এটিই হল মানুষের সবচেয়ে কাছের পরিজন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

News Desk

নীলকণ্ঠে যে খবর প্রতিদিন পরিবেশন করা হচ্ছে তা একটি সম্মিলিত কর্মযজ্ঞ। পাঠক পাঠিকার কাছে সঠিক ও তথ্যপূর্ণ খবর পৌঁছে দেওয়ার দায়বদ্ধতা থেকে নীলকণ্ঠের একাধিক বিভাগ প্রতিনিয়ত কাজ করে চলেছে। সাংবাদিকরা খবর সংগ্রহ করছেন। সেই খবর নিউজ ডেস্কে কর্মরতরা ভাষা দিয়ে সাজিয়ে দিচ্ছেন। খবরটিকে সুপাঠ্য করে তুলছেন তাঁরা। রাস্তায় ঘুরে স্পট থেকে ছবি তুলে আনছেন চিত্রগ্রাহকরা। সেই ছবি প্রাসঙ্গিক খবরের সঙ্গে ব্যবহার হচ্ছে। যা নিখুঁতভাবে পরিবেশিত হচ্ছে ফোটো এডিটিং বিভাগে কর্মরত ফোটো এডিটরদের পরিশ্রমের মধ্যে দিয়ে। নীলকণ্ঠ.in-এর খবর, আর্টিকেল ও ছবি সংস্থার প্রধান সম্পাদক কামাখ্যাপ্রসাদ লাহার দ্বারা নিখুঁত ভাবে যাচাই করবার পরই প্রকাশিত হয়।