National

নামার আগেই ফেটে গেল ইন্ডিগো বিমানের চাকা

বিমানবন্দরে নামা আর সামান্য সময়ের অপেক্ষা। তখনও মাটি ছোঁয়নি বিমানের চাকা। রানওয়েতে নামার আগেই আচমকা ফেটে গেল একটি ইন্ডিগো বিমানের চাকা।

ইন্ডিগো বিমান সংস্থার পক্ষ থেকেই পুরো বিষয়টি জানানো হয়েছে। সংস্থা মেনে নিয়েছে তাদের একটি বিমানের চাকা রানওয়েতে নামার আগেই ফেটে যায়।

বিমানটি আসছিল কেরালার কান্নুর থেকে কর্ণাটকের হুবলিতে। হুবলিতে সাধারণভাবে পৌঁছে যাওয়ার পর তখন রানওয়েতে নামার অপেক্ষা।

রাত তখন গভীর। প্রায় রাত ১২টা। ওটাই ছিল দিনের শেষ বিমান অবতরণ। রানওয়ে তৈরি ছিল অবতরণের জন্য।

বিমানটি প্রস্তুতি নিতে শুরু করে রানওয়েতে নামার। রানওয়ে ছুঁতে তখন সামান্য অপেক্ষা। হঠাৎই বিমানের একটি চাকা ফেটে যায়।


বিষয়টি বুঝতে পারেন পাইলট। কিন্তু তিনি আর বিমানটিকে অত নিচে নামার পর উড়িয়ে ওপরে নিয়ে যাওয়ার চেষ্টা করেননি। হয়তো উপায়ও ছিলনা। বরং ওই অবস্থাতেই কিছুটা ঝুঁকি নিয়েই অবতরণ করেন।

ফাটা চাকা নিয়েই রানওয়ে ছোঁয় বিমানটি। সকলেই উদ্বিগ্ন ছিলেন কী হয় তা নিয়ে। তবে বিমানটি কোনও ক্ষতি ছাড়াই অবতরণ করে। রানওয়েরও ক্ষতি হয়নি।

বিমানে ৭ জন যাত্রী ও ৪ জন বিমানকর্মী ছিলেন। তাঁদেরও কারও কিছু হয়নি। সকলে নেমে যাওয়ার পর বিমানটিকে নিয়ে যাওয়া হয় পরীক্ষা করার জন্য। কেন এমন হল তা খতিয়ে দেখছে বিমান সংস্থা।

এমন একটি ঘটনার পর তার প্রভাব বিমানবন্দরের অন্য বিমান ওঠানামায় পড়তে পারত। কিন্তু তা পড়েনি। ওই বিমানবন্দরে স্বাভাবিক নিয়মেই বিমান ওঠানামা করেছে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
Back to top button