National

হাসপাতালে শেষ অক্সিজেন, মৃত ২৪ জন রোগী

অক্সিজেনের অভাবে মৃত্যু বন্ধ হওয়ার নাম নিচ্ছে না। ফের হাসপাতালে অক্সিজেন শেষ হয়ে যাওয়ায় ২৪ জন রোগীর প্রাণ চলে গেল।

অক্সিজেনের অভাব কবে মিটবে? সে উত্তর আদৌ আছে কী? দেশের সাধারণ মানুষ কী এটুকু নিশ্চিন্ত হওয়ার জায়গায় আছেন যে প্রয়োজনে তাঁরা অক্সিজেনটুকু পাবেন? এই প্রশ্নই এখন আপামর মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে।

করোনা নিয়ে একটা চিন্তা তো আছেই, তার সঙ্গে অক্সিজেন চিন্তা এখন কাউকেই শান্তি দিতে পারছে না। এই মানসিক চাপের কারণও রয়েছে।

সোমবার স্রেফ অক্সিজেন শেষ হয়ে যাওয়ায় কর্ণাটকের একটি হাসপাতালে মৃত্যু হল ২৪ জন রোগীর। মর্মান্তিক এই ঘটনা নতুন কিছু নয়। এর আগেও এই ঘটনার সাক্ষী হতে হয়েছে ভারতকে।

কর্ণাটকের চামরাজনগর-এর সরকারি হাসপাতালে রবিবার রাতে অক্সিজেনের অভাব দেখা যায়। দ্রুত খবর যায় সর্বত্র। চেষ্টা শুরু হয় অক্সিজেন সিলিন্ডার আনানোর।

প্রায় ১৫০-এর কাছে রোগী তখন হাসপাতালে ভর্তি। অক্সিজেন আসেও রাতে। কিন্তু মাঝে যে সময়টা অক্সিজেনের অভাব তৈরি হয় সে সময় রোগীদের শ্বাসকষ্ট শুরু হয়। তাতেই ২৪ জন রোগীর মৃত্যু হয়।

এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। ৩ দিনের মধ্যে পুরো ঘটনার তদন্ত করে তার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More
Back to top button