National

এবার আম দরবারে হাজির ৮০০ ধরনের আম

৮০০ প্রজাতির আম এবার জায়গা করে নিচ্ছে একটি চত্বরে। সেই অভিনব উদ্যোগ এ বছর আমের মরসুম শেষ হওয়ার আগেই বাস্তবায়িত হতে চলেছে।

অনেক ফলই রয়েছে। তবে ভারতে আমের কদরই আলাদা। আবার ভারতীয় আমের কদর বিদেশেও বিশাল। আম নিয়ে ভারতের এই উৎসাহকে এবার অন্য মাত্রা দিতে চলেছে একটি উদ্যোগ।

আম খেতে কার না ভাল লাগে। কিন্তু কত রকম আম রয়েছে তা কি জানা আছে? জানা আছে কি তার গুণাগুণ? তার ইতিহাস? এবার পছন্দের চেনা আম এবং সঙ্গে অচেনা আমের নামধাম গুণাগুণ সব জানতে পারবেন মানুষজন।

উত্তরপ্রদেশের লখনউতে এবার তৈরি হচ্ছে শুধু আমের মিউজিয়াম। এমন উদ্যোগ অবশ্যই চমকপ্রদ। এখানে ৮০০-র ওপর প্রজাতির আমের মডেল বা ছবি থাকবে।

সঙ্গে থাকবে সেসব আম সম্বন্ধে খুঁটিনাটি তথ্য। আম খাওয়া আর তার সম্বন্ধে সব কিছু জানা, এ ২টি আলাদা বিষয়। এবার আমপ্রেমীদের সেই ইচ্ছাও পূরণ করবে এই মিউজিয়াম।

এখানে বিভিন্ন প্রজাতির আম সচক্ষে দেখাও যাবে। তবে তা দেখা যাবে কেবল আমের মরসুমেই। বছরের অন্য সময় মডেল বা ছবি দেখেই চিনতে হবে সেসব আমকে।

তবে আম নিয়ে এভাবে আম দরবারে হাজির হওয়ার উদ্যোগ অবশ্যই প্রশংসা কুড়োচ্ছে। খুব দ্রুত তৈরি হচ্ছে এই আমের মিউজিয়াম। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More