National

কুলভূষণ যাদব কোথায়, কেমন আছেন, জানাচ্ছে না পাকিস্তান, জানাল বিদেশমন্ত্রক

কুলভূষণ যাদবকে নিয়ে কোনও তথ্য দিচ্ছে না পাকিস্তান। তিনি কোথায়, কেমন আছেন, তা জানাচ্ছে না তারা। দেখা করার অনুমতি চেয়েও ফল হচ্ছে না। কারণ আইন দেখিয়ে সে রাস্তা বন্ধ করে রেখেছে পাকিস্তান। যদিও যে আইন তারা দেখাচ্ছে তার কোনও ভিত্তি নেই। এমনই দাবি করলেন ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র গোপাল বাগলে।

কুলভূষণকে পাকিস্তান ‘র’-এর এজেন্ট তকমা দিয়ে তাঁর মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে। কিন্তু এক বছর আগে তাঁকে যখন পাকিস্তান গ্রেফতার করে তখনই ভারতের তরফে ইসলামাবাদকে জানানো হয়েছিল কুলভূষণ একজন নিরপরাধ ভারতীয় নাগরিক। কোনও গুপ্তচর নন। কিন্তু পাকিস্তান তারপরও তাঁর সঙ্গে দেখা পর্যন্ত করতে দেয়নি। যদিও পাক সেনা কুলভূষণকে মৃত্যুদণ্ড দিয়েছে বলে খবর সামনে আসার পরই ভারত কুলভূষণকে বাঁচাতে সব রকম প্রচেষ্টা শুরু করেছে বলে এদিন জানান গোপাল বাগলে। তবে ঠিক কি কি পদক্ষেপ করা হচ্ছে সে সম্বন্ধে তিনি কিছু জানাতে চাননি।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *