National

গোয়ায় রাতজাগা পার্টি শেষ

দেশের পর্যটন মানচিত্রে অবশ্যই গোয়া প্রথম সারিতে জায়গা করে নেবে। দেশি-বিদেশি পর্যটকে ঠাসা গোয়ার অর্থনীতির সবচেয়ে শক্তিশালী স্তম্ভই তাদের পর্যটন। আর গোয়া মানেই দেদার ফুর্তি। রাতভর আনন্দ। সোনালি বিচ, সমুদ্র স্নান, দেদার সি-ফুড, যাঁরা পছন্দ করেন, তাঁদের জন্য সুলভ মূল্যে মদ্যপানের সুযোগ। গোয়ার আনন্দে গা ভাসিয়ে এখানে ক্যাম্প ফায়ার করে রাতজাগা পার্টিও বেশ পুরনো। কিন্তু এবার সব আনন্দ রাত ১০টার মধ্যেই সারতে হবে সকলকে। গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিক্কর সাফ জানিয়ে দিয়েছেন, রাতে আর কোনও পার্টি করতে দেবে না গোয়া সরকার। পুলিশকে এবিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।

বেশ কিছুদিন ধরেই গোয়ায় রাতে বিদেশি নাগরিকদের ওপর হামলা, ধর্ষণ, শ্লীলতাহানির ঘটনা সামনে আসছিল। রাতে সমুদ্র সৈকতে রেভ পার্টির সংখ্যাও উল্লেখজনকভাবে বেড়ে গিয়েছিল। যেখানে দেদার নিষিদ্ধ মাদকের সেবন চলছিল। এবার এসবের ওপর নিষেধাজ্ঞা জারি করা নিয়ে কড়া হতে চলেছে গোয়া সরকার। পুলিশ আগে যা ঢিলে দিয়েছে তার জন্য তাদের কিছুটা ভর্ৎসনার মুখেই পড়তে হয়েছে। মুখ্যমন্ত্রী পরিস্কার করে দিয়েছেন এবার থেকে রাত ১০টা মানেই গোয়ায় পার্টিতে ইতি।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *