National

নবীন ঘোষণায় দুর্গাপুজোর ছুটি পর্যন্ত বন্ধ থাকবে স্কুল কলেজ

করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে দুর্গাপুজোর ছুটি পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানিয়ে দিল নবীন রাজ্য।

ভুবনেশ্বর : কবে খুলবে স্কুল-কলেজ? নিউ নর্মাল লাইফে আনলক পর্বে এখন আস্তে আস্তে খুলে যাচ্ছে সবই। তবে বন্ধ রয়েছে স্কুল-কলেজ। শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে সে প্রশ্ন অনেকেরই। তবে অভিভাবকরা একেবারেই চাইছেন না এখন স্কুল খুলুক। সংক্রমণের আতঙ্কে তাঁরা চাইছেন না সন্তানদের স্কুলে পাঠাতে। তাঁর রাজ্যের করোনা পরিস্থিতি ও অভিভাবকদের ইচ্ছাকে গুরুত্ব দিয়ে দুর্গাপুজোর ছুটি পর্যন্ত তাঁর রাজ্যের সব স্কুল কলেজ বন্ধ থাকবে বলে অগাস্টের শেষেই জানিয়ে দিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।

বুধবার ওড়িশার করোনা পরিস্থিতি পর্যালোচনা করেন নবীন পট্টনায়েক। তারপরই তিনি জানিয়ে দেন তাঁর রাজ্যে দুর্গাপুজোর ছুটি পর্যন্ত সব স্কুল, কলেজ বন্ধ থাকবে। এ বছর দুর্গাপুজো শেষ হতে হতে অক্টোবরের শেষ। অর্থাৎ আগামী ২ মাস ওড়িশায় কোনও স্কুল, কলেজের দরজা খুলছে না বলেই স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। প্রতিবেশি রাজ্য দুর্গাপুজোর ছুটি পর্যন্ত স্কুল, কলজে বন্ধ রাখার কথা ঘোষণা করে দিলেও পশ্চিমবঙ্গ কিন্তু সে রাস্তায় এখনই হাঁটছে না। যা মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকে বুধবার স্পষ্ট হয়েছে।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টি স্পষ্ট করে দেন। সেপ্টেম্বরে হয়তো রাজ্যে স্কুল, কলেজ বিধিনিষেধ মেনে খুতে পারে। এমন কানাঘুষো শুরু হলেও এটা অধিকাংশ অভিভাবকই চাইছিলেন না। মুখ্যমন্ত্রী বুধবার স্পষ্ট করে দেন যে আপাতত ২০ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে স্কুল, কলেজ খুলছে না। তারপর পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত স্থির হবে। তাতে এটা পরিস্কার হয়ে গেছে যে ২০ সেপ্টেম্বর পর্যন্ত এ রাজ্যে বন্ধই থাকছে শিক্ষা প্রতিষ্ঠান।

কেন্দ্র সেপ্টেম্বরে স্কুল, কলেজ খোলার চিন্তাভাবনা করছে। এমন ইঙ্গিত পেতেই অগাস্টে অভিভাবকরা হৈহৈ করে উঠেছিলেন। অনেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের উদাহরণ টেনে এ দেশে শিক্ষা প্রতিষ্ঠান এখনই খোলার ঝুঁকি না নিতে অনুরোধ করেন। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রে দেখা গেছে স্কুল খুলতেই হুহু করে পড়ুয়াদের মধ্যে করোনা ছড়িয়েছে। যা গোটা বিশ্বকে হতবাক যেমন করেছে তেমনই সতর্ক করে দিয়েছে। দ্রুত স্বাভাবিক অবস্থা ফেরানোর হুড়োহুড়িতে স্কুল কলেজ খোলার রাস্তায় হাঁটার ক্ষেত্রে সব দেশই এখন সাবধানী পদক্ষেপের পথে হাঁটছে। ওড়িশাও কিন্তু সেই রাস্তায় হাঁটল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *