National

বিকাশ দুবের এনকাউন্টার নিয়ে কটাক্ষে নেতা থেকে অভিনেতা

বিকাশ দুবের এনকউন্টার নিয়ে পুলিশের দাবিকে কটাক্ষ করছেন বিরোধীরা। কটাক্ষ ভেসে এসেছে বলিউড থেকেও।

Published by
News Desk

নয়াদিল্লি ও মুম্বই : বিকাশ দুবের এনকাউন্টার নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরাও। কংগ্রেস নেতা কপিল সিব্বলের দাবি, বিকাশের যোগসূত্রগুলি ধামাচাপা দেওয়ার জন্যই তাকে হত্যা করা হল। সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদবের দাবি, গাড়ি দুর্ঘটনাই ঘটেনি। বিএসপি নেত্রী মায়াবতী এই ঘটনায় সুপ্রিম কোর্ট তদন্ত করুক বলে দাবি করেছেন।

বিকাশ দুবের এনকাউন্টারের পর বলিউড থেকেও এসেছে কটাক্ষপূর্ণ ট্যুইট। বলিউডেও তাপসী পান্নু, রিচা চাড্ডার মত অভিনেত্রীর দাবি এরপরেও লোকে বলবে বলিউডের কাহিনি অতিরঞ্জিত? অন্যদিকে অভিনেত্রী অহনা কুমরার মতে, উত্তরপ্রদেশ পুলিশ এর চেয়ে ভাল চিত্রনাট্য বানাতে পারত! পরিচালক হনসল মেহতা ট্যুইটে লিখেছেন, এর চেয়ে ভাল চিত্রনাট্য হতেই পারত। জিশান আইয়ুব আবার লিখেছেন, খুব খারাপ চিত্রনাট্য। অনেকে আবার এনকাউন্টারকে সিনেমার পর্দা থেকে তুলে আনা বলেও কটাক্ষ করেছেন।

কংগ্রেস, সপা বা বিএসপি হোক বা বলিউড তারকা, সকলের দিক থেকে নিশানায় কিন্তু সেই পুলিশের ভূমিকাই। প্রসঙ্গত গত বৃহস্পতিবার প্রায় একইভাবে পালাতে গিয়ে পুলিশের গুলিতে মারা যায় বিকাশ দুবের সঙ্গী প্রভাত মিশ্র ওরফে কার্তিকেয়। গত বুধবার ফরিদাবাদের একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করে এসটিএফ। তাকে গ্রেফতার করে কানপুরে বৃহস্পতিবার সকালে নিয়ে আসা হচ্ছিল। কানপুরের পাঙ্কি এলাকায় যখন গাড়ি পৌঁছয় তখন গাড়িতে কিছু যান্ত্রিক গোলযোগ হয়। তা সারাইয়ের কাজ চলছিল। সেই সময় কার্তিকেয় পুলিশের বন্দুক ছিনিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করে। পুলিশ পাল্টা গুলি চালায়। পাল্টা গুলিতে মৃত্যু হয় কার্তিকেয়-র। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk