হোলির আগে যাঁরা ছুটি কাটাতে সিমলা বা মানালি বেড়াতে গিয়েছেন বা যাচ্ছেন তাঁদের জন্য সিমলা জুড়ে বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টি অপেক্ষা করে আছে। ঝুরঝুর করে তুষারপাত শুরু হয়েছে আশপাশের পাহাড়ি আদিবাসী অধ্যুষিত এলাকাগুলোতে। ফলে ঘোরাঘুরির বিশেষ সুবিধা না থাকলেও হোটেলের ঘরে বসে বা সামান্য বাইরে বেরিয়ে প্রকৃতির অপার শোভায় চোখ আর মন দুই ভরানোর যথেষ্ট সুযোগ রয়েছে। সিমলার আশপাশ ছবির মত সুন্দর চেহারা নিয়েছে। তবে সিমলায় শিলাবৃষ্টির জেরে রাস্তা পিচ্ছিল হয়ে পড়েছে। ফলে গাড়ি চলাচলে প্রবল সমস্যা হচ্ছে। আবহাওয়া দফতর জানিয়েছে সিমলা ও তার চারপাশের নিচু ও মাঝারি পাহাড়ি এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও শিলাবৃষ্টি চলবে আগামী ৪ দিন। অন্যদিকে অপেক্ষাকৃত উঁচু পাহাড়ি এলাকায় তালমিলিয়ে তুষারপাত অব্যাহত থাকবে।