National

পাকিস্তান থেকে এল তাজ হোটেল উড়িয়ে দেওয়ার হুমকি

তাজ হোটেল উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ফোন আসায় নতুন করে আতঙ্ক ছড়াল। বাড়ল সুরক্ষা।

মুম্বই : ২০০৮ সালে মুম্বই হামলায় জঙ্গিদের নিশানায় ছিল গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে অবস্থিত মুম্বইয়ের আইকনিক হোটেল তাজ। মুম্বই হামলায় ৩ দিন তাজ হোটেলে লুকিয়ে ছিল জঙ্গিরা। সেখান থেকেই একমাত্র জীবিত জঙ্গি আজমল কাসভকে পাকড়াও করা হয়। তাজ সেই ভয়ংকর হামলার ঝাপটা সামলে এখন স্বাভাবিক ছন্দে। গত রাতে সাড়ে ১২টা নাগাদ একটা ফোনকল সেই ছন্দে ফের অশনিসংকেতের কারণ হল।

রাত সাড়ে ১২টায় একটি ফোন আসে হোটেল তাজ-এ। ফোনের ওপার থেকে জানানো হয় তারা তাজ উড়িয়ে দেবে। হুমকি ফোন পেয়ে দ্রুত তা পুলিশকে জানান তাজ কর্তৃপক্ষ। করোনার কারণে হোটেলে সেই অর্থে ভিড় নেই। কিন্তু এমন ফোনের পর কোনও ঝুঁকি না নিয়ে দ্রুত হোটেল তাজ-এর সুরক্ষা বন্দোবস্ত নিশ্ছিদ্র করে ফেলে প্রশাসন।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

রাতেই হোটেল তাজ-এর নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়। ফোনটি এসেছিল পাকিস্তানের করাচি থেকে বলে জানতে পেরেছে পুলিশ। সেই করাচি যেখানে গতদিন সকালেই জঙ্গি হামলা হয় পাকিস্তানের স্টক এক্সচেঞ্জে। এদিকে মুম্বই জঙ্গিদের অন্যতম টার্গেট। ২০০৮ সালে তাজকেই তাদের সবচেয়ে বড় আস্তানা বানিয়েছিল জঙ্গিরা। ফলে নিরাপত্তায় কোনও ফাঁক রাখেনি মুম্বই পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *