National

বন্ধ আদালতের ফাঁকা ঘরে লালসার শিকার মহিলা

করোনা পরিস্থিতির কারণে বন্ধ আদালত। সেই সুযোগে ফাঁকা আদালতের একটি ঘরে এক মহিলাকে তার লালসার শিকার করল এক ব্যক্তি।

নয়াদিল্লি : লকডাউন ৫-এ চলছে আনলক-১ পর্ব। একে একে সচল হচ্ছে সব। দরজা খুলছে মন্দির থেকে কর্মক্ষেত্র সবকিছুর। তবে এখনও করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বন্ধ দিল্লির রস অ্যাভিনিউ-র বিশেষ সিবিআই আদালত। আদালত বন্ধ থাকার সুযোগটাই কাজে লাগাল এক ব্যক্তি। ওই ব্যক্তি আদালতেরই কর্মচারি। ফলে বন্ধ আদালতেও তার অবাধ যাতায়াত।

এক মহিলা অভিযোগ করেছেন আদালতে তাঁকে ডেকে নিয়ে যায় ওই ব্যক্তি। তারপর আদালতের ৩০৮ নম্বর ঘরে নিয়ে গিয়ে তাঁকে লালসার শিকার করে রাজেন্দ্র সিং নামে ওই ব্যক্তি। সেসময় ওই ঘর ফাঁকা ছিল। ফলে এ কাজে তার সমস্যা হয়নি। পরে ওই মহিলার অভিযোগের ভিত্তিতে রাজেন্দ্র সিংকে তার কল্যাণপুরী এলাকার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।

মহিলার দাবি মেনে রাজেন্দ্রকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। মহিলার প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষাও হয়েছে। এমন ঘটনায় আদালতের কর্মচারিদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বন্ধ আদালতে ওই মহিলা কেন ওই ব্যক্তির সঙ্গে গিয়েছিলেন তাও জানার চেষ্টা চলছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *