National

পরিবারের ৫ জনের আর বাড়ি ফেরা হল না

বাড়ি আর ফেরা হল না এক পরিবারের ৫ জনের। পথেই স্তব্ধ হয়ে গেল জীবন।

আগ্রা : বাড়ি ফেরা আর হল না। গাড়িতে ৬ জন ছিলেন। একই পরিবারের সদস্য। গাড়ি ছুটছিল এক্সপ্রেসওয়ে ধরে। গতি ছিল যথেষ্ট। পরিবারের সকলে গাড়িতে, সফর আনন্দেরও। কিন্তু সব শেষ হয়ে গেল নিমেষে। গাড়ির লাগামছাড়া গতি গাড়ির স্টিয়ারিংয়ের ওপর লাগামটাই যে কেড়ে নিয়েছে তা বোধহয় ঠিক আন্দাজ করতে পারেননি চালক।

প্রবল গতির গাড়িটি গিয়ে ধাক্কা মারে উল্টোদিক থেকে আসা একটি ট্রাকে। গতি এতটাই ছিল যে গাড়িটি দুমড়ে মুচড়ে দলা পাকিয়ে যায় রাস্তায়। এমন এক ভয়ংকর দুর্ঘটনায় স্থানীয়রা বেরিয়ে আসেন। কিন্তু তাঁদের পক্ষে গাড়ির আরোহীদের উদ্ধার করা সম্ভব হয়নি। সম্ভব হয়নি গাড়ির পরিস্থিতির কারণে। পুলিশ এসে গাড়ির বিভিন্ন অংশ কাটিয়ে এক এক করে দেহ বার করে আনে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

৪ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। বাকি ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আরও ১ জনের মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ের ওপর নাসিরপুরে। ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়। তার খোঁজ করছে পুলিশ। সেইসঙ্গে খতিয়ে দেখা হচ্ছে নিয়ন্ত্রণহীন গতি নাকি অন্য কোনও কারণে এই দুর্ঘটনা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *