National

১০০ বছরের মাকে খাটিয়ায় শুইয়ে টেনে ব্যাঙ্কে নিয়ে গেলেন ৭০-এর মেয়ে

ব্যাঙ্ক ম্যানেজার জানিয়েছেন সশরীরে হাজিরা চাই। তাই ১০০ বছর বয়সী মাকে খাটিয়ায় শুইয়ে খাটিয়া টেনে ব্যাঙ্কে গেলেন মেয়ে।

ভুবনেশ্বর : মায়ের বয়স ১০০ বছর। মেয়ের বয়স ৭০। মায়ের জনধন প্রকল্পের আওতায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। সেই অ্যাকাউন্টে করোনা পরিস্থিতিতে সরকারি ঘোষণা মত এপ্রিল, মে ও জুন মাসে ৫০০ টাকা করে পড়েছে। মেয়ের দাবি, শয্যাশায়ী মায়ের সেই টাকা তুলতে তিনি বারবার ব্যাঙ্কে গিয়েছেন। অবশেষে ব্যাঙ্ক ম্যানেজার জানিয়ে দিয়েছেন টাকা দেওয়া হবে না। টাকা পেতে গেলে সশরীরে মাকে হাজির করাতে হবে ব্যাঙ্কে।

মায়ের অ্যাকাউন্টে জমা হওয়া সেই দেড় হাজার টাকা তুলতে অগত্যা মাকে ব্যাঙ্কে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন ৭০ বছরের মেয়ে পুঞ্জিমতী দেই। মায়ের বয়স ১০০ বছর। শয্যাশায়ী। হাঁটার ক্ষমতা নেই। নেই উঠে ঠিক করে বসার ক্ষমতাও। তাই মা যে খাটিয়ায় শুয়ে থাকেন, সেই খাটিয়া সুদ্ধ তাঁকে ব্যাঙ্কে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন পুঞ্জিমতী। রাস্তা দিয়ে খাটিয়া টানতে টানতে মাকে নিয়ে ব্যাঙ্কে হাজির হন মেয়ে। সেই খাটিয়া টেনে ব্যাঙ্কে নিয়ে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

মেয়ের দাবি, ৩ মাস হয়ে গেলেও টাকা না পেয়ে অগত্যা এটা করতে তিনি বাধ্য হন। নিজেরই ৭০ বছর বয়স। তাঁর পক্ষে খাটিয়া সুদ্ধ মাকে টেনে ব্যাঙ্কে নিয়ে যাওয়াও নেহাত সহজ ছিলনা। এদিকে ঘটনার কথা ছড়িয়ে পড়তে ব্যাঙ্ক ও প্রশাসনের দিকে আঙুল উঠতে শুরু করে। স্থানীয় প্রশাসন অবশ্য পাল্টা জানিয়েছে ব্যাঙ্কের ম্যানেজার ওই মহিলার বাড়িতে লোক পাঠানোর আগেই মেয়ে মাকে নিয়ে ব্যাঙ্কে হাজির হন। ঘটনাটি ঘটেছে ওড়িশার নুয়াপাড়া জেলায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *