National

৯টি লবঙ্গ, ৯টি লাড্ডুতে হল করোনা মাঈ-এর পুজো

করোনা ভাইরাসের লিঙ্গ মোটামুটি স্থির করে ফেলেছেন অনেকে। করোনা পূজিত হচ্ছে দেবী রূপে।

কুশিনগর (উত্তরপ্রদেশ) : ঝাড়খণ্ডের পর বিহার, এবার উত্তরপ্রদেশ। করোনা ভাইরাসের হাত থেকে পরিবারকে সুরক্ষিত রাখতে ‘করোনা দেবী’-কে তুষ্ট করায় ত্রুটি রাখছেন না মহিলারা। ঝাড়খণ্ডে দেখা গিয়েছিল গাছকে ঘিরে বসে সিঁদুর ইত্যাদি পুজোর সামগ্রি সহযোগে লাড্ডু প্রসাদ দিয়ে করোনা দেবীর পুজো করেছিলেন মহিলারা। এবার উত্তরপ্রদেশের একাধিক জায়গায় হল করোনা দেবীর পুজো। করোনা মাঈ-এর এই পুজোয় উপস্থিত ছিলেন অনেক স্থানীয় মহিলা।

উত্তরপ্রদেশের কুশিনগর জেলার তুমকুহিরাজ, কাসিয়া, হাতা, কাপ্তানগঞ্জ এবং খাড্ডা তহসিলে ধুমধাম করেই করোনা মাঈয়ের পুজো হয়েছে। পুজোর ধরণটা অবশ্য ঝাড়খণ্ডে করোনা দেবীর পুজোর থেকে আলাদা। এখানে মহিলারা প্রথমে মাটি খুঁড়ে গর্ত করেন। সেইসব ছোট ছোট গর্তে জল ভরে দেওয়া হয়। তারপর ৯টি লবঙ্গ ও ৯টি লাড্ডু দিয়ে করোনা মাইকে সন্তুষ্ট করার চেষ্টা করেন তাঁরা। প্রার্থনা ছিল একটাই, করোনা মাঈ যেন তাঁদের পরিবারকে রেহাই দেন।

এই করোনা পুজোকে নেহাতই কুসংস্কার বলে দাবি করেছেন অনেকে। এক স্থানীয় স্কুল শিক্ষক জেলা প্রশাসনকে এসব কুসংস্কার বন্ধ করার অনুরোধ করে চিঠিও পাঠিয়েছেন। তিনি লিখেছেন, করোনার কোনও ওষুধ আবিষ্কার হয়নি। ফলে এভাবে করোনা মাঈয়ের পুজো সমাজে ক্রমশ কুসংস্কার ও ভুল ভাবনার প্রসার ঘটাবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *