National

ভূতুড়ে মাস্ক পড়ে ভয় দেখানোর ফল ভুগতে হল ৪ কিশোরকে

এখন রাস্তায় বার হলে মাস্ক পরা বাধ্যতামূলক। এই অবস্থায় ভূতুড়ে মাস্ক পড়ে প্রাতঃভ্রমণকারীদের ভয় দেখানোর ফল ভুগতে হল ৪ কিশোরকে।

লখনউ : আচমকাই সামনে এসে হাজির হচ্ছে ভয়ংকর দর্শন কেউ। হট করে দেখলে বুকটা ছ্যাঁত করে ওঠাই স্বাভাবিক। অনেকই আতঙ্কে আঁতকে আর্তনাদ করে উঠছিলেন। মুখে ভূতুড়ে দর্শন মাস্ক পড়ে এভাবেই একের পর এক প্রাতঃভ্রমণকারীকে ভয় দেখাচ্ছিল ৪ কিশোর। হাতে মোবাইলও ছিল। একজন যখন কাউকে ভয় দেখাচ্ছে তখন অন্যজন তার ভিডিও তুলে রাখছিল মোবাইল ক্যামেরায়। এমন কাণ্ডে রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয় সাত সকালে।

এরমধ্যেই কেউ ফোন করে পুলিশে খবর দেন। এভাবে সাধারণ মানুষকে ভয় দেখানোর অভিযোগ পেয়ে দ্রুত লখনউয়ের ওই পার্কে হাজির হয় পুলিশ। এদিকে খেলার ছলে ভয় দেখানো চালিয়ে যাচ্ছিল ওই কিশোররা। যে ভিডিও তারা তুলছিল তা টিকটিক ভিডিও হিসাবে পাবলিশ করার কথা মাথায় রেখেই তারা করছিল। পুলিশ তাদের হাতেনাতে ধরে ফেলে।

৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। পুলিশ অবশ্য তাদের আটক করেনি। তাদের জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। তবে তাদের হুঁশিয়ার করা হয়েছে। এমন কাজ যেন তারা আর কখনও না করে। লখনউ শহরের সব পার্কেই পুলিশ থাকে। লকডাউনে তা তুলে নেওয়া হয়েছিল। পুলিশ জানিয়েছে ফের পার্কগুলিতে পুলিশ মোতায়েন করা হবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button