National

একাই বিমানে চেপে মায়ের কাছে ফিরল ৫ বছরের ছেলে

বিমানে চেপে একাই ফিরে এল ছেলে। বিমানবন্দরে ছেলের জন্য অধীর আগ্রহে আগে থেকেই অপেক্ষায় ছিলেন মা।

বেঙ্গালুরু : দিল্লিতে ঠাকুরদা-ঠাকুমার কাছে গিয়েছিল বিহান শর্মা। বাবা-মা বেঙ্গালুরুতে। ৫ বছরের বিহানের কটাদিন ঠাকুরদা-ঠাকুমার সঙ্গে কাটানোর পর বাড়ি ফেরার কথা। কিন্তু সেইসময়ই আচমকা লকডাউন ঘোষণা হয়। বহু মানুষের মত বাড়ি থেকে অনেক দূরে আটকে পড়ে ছোট্ট বিহান। মা-বাবার থেকে অনেক দূরে। যদিও ঠাকুরদা-ঠাকুমার সঙ্গেই সে ছিল। লকডাউনে আরও ২ মাস দিল্লিতে বিহানকে থাকতে হয় মায়ের থেকে অনেক দূরে। এরমধ্যে না বিমান, না ট্রেন কিছুই চলেনি। ফলে সেও বেঙ্গালুরুতে মায়ের কাছে ফিরতে পারেনি। অবশেষে মা ও ছেলের দেখা হল।

সোমবার থেকেই দেশে অভ্যন্তরীণ যাত্রীবাহী বিমান পরিবহণ শুরু হল। আর তার প্রথম দিনেই বিহান ফিরল মায়ের কাছে। কিন্তু ৫ বছরের ছেলেকে যেখানে পাড়ার মোড়ে একা যেতে দেওয়া হয়না, সেখানে বিহান কিন্তু একাই ফিরল দিল্লি থেকে বেঙ্গালুরু। পরনে হলুদ জ্যাকেট। হাতে নীল দস্তানা। মুখে হলুদ মাস্ক পড়ে হাতে একটি স্পেশাল ক্যাটাগরি লেখা প্ল্যাকার্ড নিয়ে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে হাজির হয় সে। বিমানে একা আসা, বিমান থেকে একাই নামা। তারপর মাকে খুঁজে নেওয়া। সবটাই একা করল এই ৫ বছরের একরত্তি ছেলে।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

বিহানের এই সাহসিকতায় সব যাত্রীই খুশি, হতবাকও। এদিকে মা বিহানের জন্য অধীর অপেক্ষায় দাঁড়িয়েছিলেন বিমানবন্দরে। ছেলে একা ফিরছে। এমন এক কঠিন সময়। মায়ের মন তাকে না দেখা পর্যন্ত উতলা হওয়াটাই স্বাভাবিক ছিল। তারপর ছেলেকে কাছে পেয়ে আনন্দ ধরে রাখতে পারেননি মা। ৩ মাস ছেলের সঙ্গে দেখা নেই। তারপর অবশেষে এদিন ফের মায়ের কোলে ফিরল ৫ বছরের বিহান। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *