National

ধেয়ে আসছে পঙ্গপালের দল, প্রমাদ গুনছেন কৃষকরা

এক বিশাল পঙ্গপালের দল ধেয়ে আসছে। যা কৃষকদের জন্য অবশ্যই আতঙ্কের। সজাগ রয়েছে প্রশাসনও।

গান্ধীনগর : পঙ্গপালের দল মানেই ফসলের দফারফা। ফলে পঙ্গপাল সবসময়ই কৃষকদের জন্য দুঃস্বপ্ন বয়ে আনে। আর তেমনই এক বিশাল পঙ্গপালের দল কয়েক হাজার মাইল পার করে ধেয়ে আসছে ভারতের দিকে। ভারতের পশ্চিমপ্রান্তে গুজরাটের দিকে ধেয়ে আসছে এই পঙ্গপালের দল। গুজরাটেরও পশ্চিমপ্রান্তের উপকূলীয় জেলা দেবভূমি দ্বারকা, জামনগর ও পোরবন্দর-এর দিকে ধেয়ে আসছে এই পঙ্গপালের দল।

সুদূর আফ্রিকার কয়েকটি দেশে এদের বাস। সেখান থেকে উড়তে শুরু করেছে তারা। টার্গেট গুজরাট। গত ৮ মে থেকেই গুজরাটে কিছু কিছু পঙ্গপালের দেখা মিলছিল। গুজরাটের বিভিন্ন জেলায় তাদের দেখা মিলছিল। যা নিয়ে প্রশাসনের কপালেও ভাঁজ পড়েছিল। প্রমাদ গুনছিলেন কৃষকরা। এবার আগেভাগেই তাঁদের সতর্ক করল প্রশাসন। কারণ একটি পঙ্গপালের দল ধেয়ে আসছে। যা কদিনের মধ্যেই হাজির হবে উপকূলীয় ৩ জেলায়।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

পঙ্গপালদের গতিবিধি দেখতে পেলেই স্থানীয় প্রশাসনকে তা জানাতে কৃষকদের জানানো হয়েছে। ইতিমধ্যেই গুজরাটের ৩৪৬ হেক্টরের মত কৃষি জমির ওপর পঙ্গপালের গতিবিধি নজর কেড়েছে। বর্তমানে আফ্রিকার কিছু দেশেও পঙ্গপালের দল হেক্টরের পর হেক্টর জমির পাকা ফসল শেষ করে দিয়েছে। পঙ্গপালের অবশ্য নানা প্রকার হয়। যেমন মরু পঙ্গপালের একটি দল গত এপ্রিলে হানা দিয়েছিল রাজস্থানে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *