National

বহুতল থেকে মরণ ঝাঁপ দিলেন এক করোনা সংক্রমিত

করোনা সংক্রমণের ভয় যেমন মানুষকে তাড়া করে বেড়াচ্ছে। তেমনই আবার করোনা সংক্রমিত হলে মানসিক অবসাদে ভুগতে শুরু করছেন অনেকে। আর সেখান থেকেই কিছুক্ষেত্রে তাঁরা হঠকারী সিদ্ধান্ত নিচ্ছেন।

গত শুক্রবার তাঁর করোনা পরীক্ষা হয়। সেই পরীক্ষার ফল বার হলে দেখা যায় তিনি করোনা সংক্রমিত। ফলে তাঁকে আলাদা রাখা হয়। ৫০ বছর বয়স্ক ওই মধ্যবয়সী ব্যক্তি প্রবল শ্বাসকষ্টে ভুগছিলেন। পাশাপাশি গত কয়েক বছর ধরে তাঁর ডায়ালিসিস চলছে। তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন। তার ওপর করোনার সংক্রমণ হয়তো তাঁকে মানসিক দিক থেকে অবসাদ গ্রস্ত করে তুলেছিল। যারফলে এক চরম পদক্ষেপ নিলেন তিনি।

একটি বহুতলে যেখানে তিনি আইসোলেশনে ছিলেন সেই ঘরের জানালা দিয়ে সোমবার তিনি ঝাঁপ দেন। নিচে পরার পর ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ দেহটি উদ্ধার করে। উদ্ধারের সময় বাড়তি সতর্কতাও ছিল। কারণ ওই ব্যক্তি করোনা সংক্রমিত। ওই ব্যক্তির যে কিডনির সমস্যা ছিল এবং তিনি প্রবল শ্বাসকষ্টে ভুগছিলেন তা কর্ণাটকের স্বাস্থ্য দফতরই জানিয়েছে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। বেঙ্গালুরুর তিলকনগরের বাসিন্দা ওই ব্যক্তি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দেশে করোনা সংক্রমণ বাড়ার পর অনেক জায়গাতেই করোনা সংক্রমিতের আত্মহত্যার ঘটনা ঘটেছে। করোনা মানুষের মনে কতটা অবসাদ ও আতঙ্কের জন্ম দিয়েছে তা এটা থেকেই পরিস্কার। মানুষকে মানসিক অবসাদ থেকে দূরে রাখতে একটি টোল ফ্রি নম্বরও চালু করেছে কেন্দ্র। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *