National

করোনা রোগীর ফাঁকা বাড়িতে চুরি

করোনায় শিকার মানুষজনের হদিস পেলে তাঁকে হাসপাতালে পাঠানো হচ্ছে। তাঁর পরিবারের লোকজনকে রাখা হচ্ছে কোয়ারেন্টিনে। এমনই এক পরিবারের এই বিপদের দিনে তাঁদের গোটা পরিবারকেই এখন বাড়ি ফাঁকা করে থাকতে হচ্ছে কোয়ারেন্টিনে। কারণ তাঁদের পরিবারের একজনের দেহে করোনা পাওয়া গিয়েছে। এই অবস্থায় তাঁদের বাড়ি ফাঁকাই পড়ে আছে। এবারে সেই ফাঁকা বাড়ির সুযোগ কাজে লাগাল চোরের দল।

লকডাউন চলছে। রাস্তাঘাট ফাঁকা। মানুষ ঘরেই রয়েছেন। এমন সুযোগ কাজে লাগিয়ে করোনার শিকার পরিবারের ফাঁকা বাড়িতে ঢুকে পড়ল চোরেরা। বাড়িতে ছিল নগদ ৩ লক্ষ টাকা। তা তারা হাতিয়ে নেয়। এছাড়া যা সোনার গয়না ছিল বা মূল্যবান জিনিস ছিল তাও গুছিয়ে নিয়ে চম্পট দেয়। পরিবারের এমন দুঃসময়ে তাদের এতবড় ক্ষতি করল চোরেরা।


ঘটনাটি ঘটেছে কাশ্মীরের বান্দিপোরা জেলার সদরকোট এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। গোটা বিশ্বজুড়ে যখন করোনা উদ্বেগ সব কিছুকে স্তব্ধ করে দিয়েছে, তখন সেই সুযোগকে কাজে লাগিয়ে এমন কাণ্ডে হতবাক অনেকেই। কাশ্মীরে ক্রমশ বাড়ছে করোনা সংক্রমিতের হদিস। মৃত্যু হয়েছে। তারমধ্যে এমন কাণ্ড পুলিশের চিন্তা বাড়াল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button