National

নারী দিবসে মহিলাদের জন্য দারুণ খবর ঘোষণা করল কেন্দ্র

আন্তর্জাতিক নারী দিবস। প্রতি বছর ৮ মার্চ দিনটি বিশ্ব জুড়ে আন্তর্জাতিক নারী দিবস হিসাবে পালিত হয়। দিনটি ভারতেও নানাভাবে উদযাপিত হয়। নারী দিবস উপলক্ষে ভারত সরকার নারীদের সম্মান জানিয়ে একটি বিশেষ ঘোষণা করল। কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল শনিবার এই ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন ভারতে নারীকে দেবী রূপে দেখা হয়। সেজন্য তাঁদের সম্মান জানিয়েই এই ঘোষণা।

কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা এএসআই-এর তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে এএসআই দেশের যে যে প্রাচীন স্থাপত্য কীর্তির রক্ষণাবেক্ষণ করছে এবং যা সাধারণ মানুষের দেখা জন্য খোলা থাকে সেখানে রবিবার ৮ মার্চ প্রবেশ করতে গেলে মহিলাদের কাছ থেকে কোনও এন্ট্রি ফি নেওয়া হবে না। যারমধ্যে তাজমহলও রয়েছে। এভাবেই মহিলাদের সম্মান জানানো হচ্ছে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

এই ঘোষণার পর তাজমহল তো বটেই এছাড়াও মহিলারা লালকেল্লা, কুতুবমিনার, কোণার্ক-এর সূর্য মন্দির, ইলোরা, অজন্তা, মামাল্লাপুরম বা খাজুরাহো-র মত এমন নানা জায়গায় বিনা খরচে প্রবেশ করতে পারবেন। ঘুরে দেখতে পারবেন। তবে এটা কেবল ৮ মার্চের জন্যই প্রযোজ্য। কেন্দ্রের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন মহিলারা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *