National

অনেক কথা বলে গেল একটা ছবি

একটি ছবি। সেটাই এখন তোলপাড় ফেলে দিয়েছে ইন্টারনেটে। ছবিটিতে ৪টি ব্যাঘ্র শাবক গায়েগায়ে হয়ে জল পান করছে। আর তাদের সেই জলপান পাহারা দিচ্ছে একটি পূর্ণ বয়স্ক বাঘিনী। তাদের মা। সন্তানদের জলপানের সময় যাতে তাদের কোনও বাধা বা বিপত্তির সম্মুখীন হতে না হয় সেজন্য সদা সতর্ক বাঘিনী। তাই সন্তানেরা যখন শৃঙ্খলা মেনে লাইন দিয়ে জলপানে ব্যস্ত তখন মা ব্যস্ত চারিদিকে কঠোর নজরদারিতে। তীক্ষ্ণ তার নজর। সতর্ক তার শরীরী ভাষা।

এমনই একটি ছবি পোস্ট করেছেন আইএফএস আধিকারিক পরভীন কাসওয়ান। জানিয়েছেন মাতৃত্বের কথা। লিখেছেন এমন ছবি তাঁদের বন্যপ্রাণ সংরক্ষণের উৎসাহ বাড়িয়ে দেয়। ছবিটি অবশ্য তাঁর তোলা নয়। ছবিটি তুলেছেন জনৈক বিনোদ গোয়েল। এই ছবি ইন্টারনেটে এখন হুহু করে ছড়াচ্ছে। যেখানে ৪ শাবকের জলপানও দেখার মত। একে অপরের সঙ্গে গায়ে গায়ে এমনভাবে রয়েছে এবং একই ভঙ্গিতে রয়েছে যে মনে হচ্ছে এ যেন আয়নায় প্রতিচ্ছবি দেখা যাচ্ছে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

ছবিটি তোলা হয়েছে কয়েক বছর আগে। ২০১৫ সালের ২৮ ফেব্রুয়ারি তোলা হয় ছবিটি। ছবিটি তোলা হয় মহারাষ্ট্রের টাডোবা আন্ধারি অভয়ারণ্যে। ইন্টারনেটে নানা জন নানা বক্তব্য পেশ করেছেন ছবিটি নিয়ে। সবই ভাল কথা। কেউ লিখেছেন মানুষ এভাবে জল খেতে গেলে ঝগড়া করত। কিন্তু বাঘেরা করেনা। কেউ লিখেছেন, বাঘিনীর আবার এমন প্রহরার কী দরকার। তারা তো নিজেরাই জঙ্গলের রাজা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *