National

ভারতে বিপুল সোনার ভাণ্ডারের খোঁজ, মিলতে পারে ইউরেনিয়ামও

ভারতে মাটির তলায় যে এত সোনা থাকতে পারে তা কেউ হয়তো স্বপ্নেও ভাবেনি। ভারতের মাটির তলায় প্রচুর পরিমাণে লৌহ আকরিক, কয়লা, অভ্র ইত্যাদির খোঁজ মিললেও বিশাল সোনার খোঁজ মেলেনি। এবার সেটাও মিলল। একটু আধটু নয় বিপুল পরিমাণ সোনার হদিস মিলল পাহাড় জঙ্গল ঘেরা এলাকায়। পরিমাণ ৩ হাজার টনেরও বেশি! মাটির তলায় এত পরিমাণ সোনা রয়েছে বলে প্রায় নিশ্চিত বিশেষজ্ঞেরা। বাকি এই সোনা উত্তোলন। যার দাম দাঁড়াচ্ছে প্রায় ১২ লক্ষ কোটি টাকা!

উত্তরপ্রদেশের সোনভদ্র গোটা ভারতের মধ্যেই পিছিয়ে পড়া জেলাগুলির একটি। সেখানেই পাহাড় জঙ্গলের তলায় ১০৮ একর জমি জুড়ে লুকিয়ে রয়েছে সোনার ভাণ্ডার। ভূতত্ত্ব ও খনিজ বিভাগ এই তথ্যকে মান্যতাও দিয়েছে। এই সোনা উত্তোলনের জন্য ই-টেন্ডার ডাকার উদ্যোগও শুরু হয়েছে। আপাতত ২টি হেলিকপ্টারের সাহায্যে পুরো এলাকার ওপর নজরদারি চলছে। ঘিরে ফেলা হচ্ছে পুরো এলাকা।

২০০৫ সালে এখানে গবেষণা শুরু করে জিএসআই-এর জিওলজি ও মাইনিং বিভাগ। ১৫ বছর গবেষণার পর গবেষকেরা নিশ্চিত হয়েছেন এখানেই মাটির নিচে লুকিয়ে আছে সোনার বিপুল ভাণ্ডার। যা ভারতের সোনা গচ্ছিত থাকার হিসাব বদলে দিতে পারে। শুধু সোনা বলেই নয়, এই পাহাড় জঙ্গলের মাটি খুঁড়লে এখানে আরও দামি ধাতুর খোঁজ মিলতে পারে বলেও মনে করছেন গবেষকেরা। তাঁরা মনে করছেন ইউরেনিয়াম সহ বিভিন্ন দামি ধাতুর সম্ভার লুকিয়ে আছে এই জঙ্গলের তলায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *