National

নদীতে আগুন, টানা জ্বলে চলেছে নদী

নদীর এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত জ্বলছে আগুন। জলের ওপর আগুনের শিখা থেকে কালো ধোঁয়া বার হয়ে ছেয়ে ফেলেছে আকাশ। চেষ্টা করেও নদীর বিপুল জলে জ্বলতে থাকা আগুন নিয়ন্ত্রণে আনা মুশকিল হচ্ছে। অবাক হওয়ার মত কথা মনে হলেও ঠিক এটাই ঘটেছে অসমের ডিব্রুগড়ের বুঢ়ী দিহিঙ নদীতে। নদীতে ভর্তি জল। আর সেই জলের ওপর আগুন দেখতে ভিড় জমে যায় চারপাশে।

আগুন লাগলে আশপাশের নদীর জল কাজে লাগানো হয়ে থাকে। আগুন নেভাতে। আর সেখানে নদীটাই জ্বলছে! অসমের এই অংশের ওপর দিয়ে গেছে তেলের পাইপলাইন। সেই পাইপলাইনে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের জেরে তেল ছড়িয়ে পড়ে। আগুন ধরে যায়। সেই তেল নদীর জলের ওপর বিশাল এলাকা নিয়ে ছড়িয়ে পড়ে। সেই জলের ওপর ভাসতে থাকা তেল এখন জ্বলছে।


নদীর জল জুড়ে এ প্রান্ত থেকে ও প্রান্ত জ্বলছে এমন দৃশ্য বড় একটা দেখা যায়না। নদী জ্বলছে এটা শুনতেও অবাক লাগে। এমন অনুমান যে দুলিয়াজান প্লান্ট থেকে আসা একটি ওয়াটার পাইপের জেল ছড়িয়ে পড়ে জলে। তারপর কেউ ইচ্ছে করে আগুন লাগিয়ে দেয় সেই তেলে। নদী জুড়ে জ্বলতে থাকা আগুন নেভানোই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় দমকলকর্মীদের কাছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Show More

News Desk

নীলকণ্ঠে যে খবর প্রতিদিন পরিবেশন করা হচ্ছে তা একটি সম্মিলিত কর্মযজ্ঞ। পাঠক পাঠিকার কাছে সঠিক ও তথ্যপূর্ণ খবর পৌঁছে দেওয়ার দায়বদ্ধতা থেকে নীলকণ্ঠের একাধিক বিভাগ প্রতিনিয়ত কাজ করে চলেছে। সাংবাদিকরা খবর সংগ্রহ করছেন। সেই খবর নিউজ ডেস্কে কর্মরতরা ভাষা দিয়ে সাজিয়ে দিচ্ছেন। খবরটিকে সুপাঠ্য করে তুলছেন তাঁরা। রাস্তায় ঘুরে স্পট থেকে ছবি তুলে আনছেন চিত্রগ্রাহকরা। সেই ছবি প্রাসঙ্গিক খবরের সঙ্গে ব্যবহার হচ্ছে। যা নিখুঁতভাবে পরিবেশিত হচ্ছে ফোটো এডিটিং বিভাগে কর্মরত ফোটো এডিটরদের পরিশ্রমের মধ্যে দিয়ে। নীলকণ্ঠ.in-এর খবর, আর্টিকেল ও ছবি সংস্থার প্রধান সম্পাদক কামাখ্যাপ্রসাদ লাহার দ্বারা নিখুঁত ভাবে যাচাই করবার পরই প্রকাশিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button