National

নীল আকাশের মুখ ঢাকল কালো ঘুড়ি

আকাশের বুকে রংবেরংয়ের ঘুড়ি উড়তে দেখলে মন্দ লাগেনা। সে ঘুড়ির ভিড়ে এক আধটা কালো ঘুড়িও থাকে। কিন্তু লখনউয়ের আকাশে মঙ্গলবার কালো ঘুড়ির মেলা বসল। একের পর এক কালো ঘুড়ি নীল আকাশের মুখ ঢাকল। শুধু কালো ঘুড়ি বলেই নয়। তাতে লেখা নো সিএএ, এনআরসি। এমন ঘুড়ি আকাশে উড়ছে সে খবর পাওয়ার পরই পুলিশ হাজির হয়। যারা ওড়াচ্ছিল তাদের মধ্যে বেশ কয়েকজন কিশোরও ছিল। পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে।

মঙ্গলবার লখনউয়ে সিএএ-র সমর্থনে একটি জনসভা ছিল। সেখানে বক্তব্য রাখার জন্য হাজির ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যেখান থেকে তিনি এদিন ফের একবার স্পষ্ট করে দেন যে যতই আন্দোলন হোক সারা দেশে সিএএ লাগু হবেই। বাংলা বাজার এলাকায় এই জনসভা যখন হচ্ছিল, তখনই এই কালো ঘুড়ি আকাশে ডানা মেলে লখনউয়ের বর্ধিষ্ণু এলাকা হিসাবে খ্যাত মল এভিনিউ থেকে।

পুলিশ এই খবর পেয়ে যেখান থেকে সকলে ওই নো সিএএ, এনআরসি লেখা ঘুড়ি ওড়াচ্ছিলেন সেখানে হাজির হয়। বাজেয়াপ্ত করে অনেকগুলি এমন কালো ঘুড়ি। নামিয়ে নেওয়া হয় আকাশে উড়তে থাকা ঘুড়িগুলি। এমন ঘুড়ি ওড়ানোর অভিযোগে অনেককে আটক করে তারা। কয়েকজন অবশ্য পুলিশের নাগাল এড়িয়ে পালাতে সক্ষম হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button