National

সরকারি খরচে ২ মহিলাকে নিয়ে কেন হোটেলে মন্ত্রী, অভিযোগ ঘিরে হৈচৈ

সরকারি খরচে মন্ত্রী ২ মহিলাকে নিয়ে হায়দরাবাদে একটি শোয়ে হাজির ছিলেন। ওই ২ মহিলাকে পাঁচতারা হোটেলে তাঁর সঙ্গেই রাখেন তিনি। সরকারি অর্থ এভাবে খরচ করা হল কেন? মন্ত্রীর বন্ধুদের খরচ কেন সরকার বহন করবে? এসব প্রশ্নে বৃহস্পতিবার তোলপাড় হল ওড়িশা বিধানসভা। বিরোধীদের হৈচৈতে বিধানসভা স্তব্ধ হয়ে যায়। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা এই অভিযোগ মানতে চাননি মন্ত্রী।

ওড়িশার পর্যটন মন্ত্রী জ্যোতি প্রকাশ পাণিগ্রাহী গত ৪ অক্টোবর ওড়িশা ট্যুরিজমের একটি শোতে যোগ দিতে হায়দরাবাদে গিয়েছিলে। সেই সরকারি সফরে তাঁর সঙ্গে ছিলেন ২ মহিলা। অভিযোগ, মন্ত্রী ওই ২ মহিলার হায়দরাবাদ যাওয়ার টিকিট ও তাঁদের থাকার বন্দোবস্ত ওড়িশা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন-কে করতে বলেন। সেইমত ওই ২ মহিলাও তাঁর সঙ্গে ওই পাঁচতারা হোটেলেই ওঠেন। বিরোধীদের অভিযোগ, ওই ২ মহিলার খরচ কেন ওড়িশা সরকারের তহবিল থেকে বহন করা হবে?


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

যাঁর বিরুদ্ধে এত অভিযোগ সেই মন্ত্রী জ্যোতি প্রকাশ পাণিগ্রাহী কিন্তু দাবি করেছেন সরকারি কোষাগার থেকে এক আনাও খরচ হয়নি। না কোনও খরচ হয়েছে ওটিডিসি থেকে। তিনি কোনও আইন ভঙ্গ করেননি বলেও দাবি করেছেন মন্ত্রী। কিন্তু সেসব দাবি নাকচ করে দিয়েছেন বিরোধীরা। বরং সুর চড়িয়ে এমন কাণ্ডের জন্য মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন তাঁরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *